ঢাকা বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৫ - ২:২৪:০৩ এএম

সিগারেটের দাম ও শুল্ক বাড়ল: সরকারের নতুন অধ্যাদেশ কার্যকর

১১ জানুয়ারি, ২০২৫ | ৯:৫৯ এএম

সিগারেটের দাম ও শুল্ক বাড়ল: সরকারের নতুন অধ্যাদেশ কার্যকর

ছবি: সংগ্রহীত

চলতি ২০২৪-২৫ অর্থবছরের মাঝপথে ১০০টির বেশি পণ্য ও সেবার ওপর মূল্য সংযোজন কর (মূসক) এবং সম্পূরক শুল্ক বাড়িয়েছে সরকার। এর মধ্যে সিগারেট অন্যতম। পণ্যের দাম ও শুল্ক উভয়ই বৃদ্ধি পেয়ে রাজস্ব আদায় বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে।

অধ্যাদেশ জারি ও নির্দেশনা

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন স্বাক্ষরিত অধ্যাদেশ জারি করা হয়। পরে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ভ্যাট বিভাগ এ–সংক্রান্ত নির্দেশনা জারি করে। নির্দেশনায় সিগারেটের বিভিন্ন স্তরে স্ট্যাম্প ও ব্যান্ডরোল ব্যবহার করে মূসক এবং সম্পূরক শুল্ক আদায় করতে বলা হয়েছে।

নিম্নস্তরের সিগারেটের দাম

নিম্নস্তরে ১০ শলাকা সিগারেটের দাম ৫০ টাকা থেকে বাড়িয়ে ৬০ টাকা করা হয়েছে। এই স্তরে প্রযোজ্য সম্পূরক শুল্ক ৬০ শতাংশ থেকে বাড়িয়ে ৬৭ শতাংশ নির্ধারণ করা হয়েছে।

মধ্যমস্তরের সিগারেটের নতুন মূল্য

মধ্যমস্তরের সিগারেটের দাম ৭০ টাকা থেকে বেড়ে হয়েছে ৮০ টাকা। সম্পূরক শুল্কও বেড়ে হয়েছে ৬৭ শতাংশ।

উচ্চস্তরের সিগারেট

উচ্চস্তরের সিগারেটের দাম ১২০ টাকা থেকে বাড়িয়ে ১৪০ টাকা করা হয়েছে। সম্পূরক শুল্ক এখানে ৬৫ দশমিক ৫ শতাংশ থেকে বেড়ে ৬৭ শতাংশ করা হয়েছে।

অতি উচ্চস্তরের সিগারেট

অতি উচ্চস্তরের সিগারেটের দাম ১৬০ টাকা থেকে বেড়ে হয়েছে ১৮৫ টাকা। এই স্তরে সম্পূরক শুল্ক ৬৫ দশমিক ৫ শতাংশ থেকে বৃদ্ধি পেয়ে ৬৭ শতাংশে পৌঁছেছে।

উদ্দেশ্য ও প্রভাব

সরকারি উদ্যোগের মূল লক্ষ্য রাজস্ব আদায় বৃদ্ধি করা। তবে এর ফলে সিগারেটের ব্যবহার কমিয়ে জনস্বাস্থ্য উন্নত করা এবং অর্থনৈতিক খাতকে আরও সংগঠিত করারও প্রচেষ্টা রয়েছে।

 

এভাবে সিগারেটের দাম বৃদ্ধি নিয়ে সরকারের পদক্ষেপ দেশের রাজস্ব ও জনস্বাস্থ্যে প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

সিগারেটের দাম ও শুল্ক বাড়ল: সরকারের নতুন অধ্যাদেশ কার্যকর