ভ্যাট বন্ধু নিউজ প্রতিবেদক
২১ নভেম্বর, ২০২৪ | ২:৪৯ পিএম
অনলাইন সংস্করণ
সিঙ্গাপুর থেকে ১,৩৬৬ কোটি টাকার এলএনজি আমদানির অনুমোদন
২১ নভেম্বর, ২০২৪ | ২:৪৯ পিএম
![সিঙ্গাপুর থেকে ১,৩৬৬ কোটি টাকার এলএনজি আমদানির অনুমোদন](https://i.vatbondhu.com/images/original-webp/2024/11/21/20241121144919_original_webp.webp)
ছবি: সংগ্রহীত
দেশের জ্বালানি চাহিদা পূরণে সিঙ্গাপুরভিত্তিক প্রতিষ্ঠান ভিটল এশিয়া পিটিই লিমিটেড থেকে দুই কার্গো এলএনজি আমদানির প্রস্তাব অনুমোদন করেছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। দুই কার্গো এলএনজি সরবরাহে মোট ব্যয় হবে ১,৩৬৬ কোটি ৬৪ লাখ ২৩ হাজার ৬৮০ টাকা।
বৃহস্পতিবার (২১ নভেম্বর) সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত কমিটির বৈঠকে এই প্রস্তাবসহ মোট ১৬টি প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।
সভা সূত্রে জানা গেছে, আন্তর্জাতিক কোটেশন প্রক্রিয়ার মাধ্যমে পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা ২০০৮ অনুসরণ করে এই ক্রয় প্রস্তাবগুলো অনুমোদিত হয়েছে। পেট্রোবাংলা মাস্টার সেল অ্যান্ড পারচেজ অ্যাগ্রিমেন্ট (এমএসপিএ) চুক্তিবদ্ধ ২৩টি প্রতিষ্ঠানের কাছ থেকে দরপত্র আহ্বান করলে ৩টি প্রতিষ্ঠান দরপ্রস্তাব জমা দেয়। কারিগরি ও আর্থিক মূল্যায়নে তিনটি প্রস্তাবই রেসপনসিভ হিসেবে বিবেচিত হয়।
প্রস্তাব মূল্যায়ন কমিটির (পিইসি) সুপারিশ অনুযায়ী সর্বনিম্ন দরদাতা প্রতিষ্ঠান ভিটল এশিয়া প্রাইভেট লিমিটেড থেকে প্রতি এমএমবিটিইউ ১৪.৫৫ মার্কিন ডলার দরে এলএনজি সরবরাহ করা হবে। সরকারের এই সিদ্ধান্ত দেশের জ্বালানি সংকট মোকাবিলায় তাৎপর্যপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
![সিঙ্গাপুর থেকে ১,৩৬৬ কোটি টাকার এলএনজি আমদানির অনুমোদন](https://i.vatbondhu.com/images/original/2024/04/22/20240422145104_original.png)