ভ্যাট বন্ধু নিউজ প্রতিবেদক
১১ মে, ২০২৪ | ৯:৪২ এএম
অনলাইন সংস্করণ
এ সম্পর্কিত আরো খবর
সিবিওটিতে বেড়েছে গম ভুট্টা ও সয়াবিনের দাম
১১ মে, ২০২৪ | ৯:৪২ এএম

শিকাগো বোর্ড অব ট্রেডে (সিবিওটি) গতকাল বেড়েছে গম, ভুট্টা ও সয়াবিনের দাম। বৈরী আবহাওয়ার প্রভাবে বিশ্বজুড়ে এসব শস্যের উৎপাদন নিয়ে উদ্বেগ দেখা দেয়ায় বাজারদর ঊর্ধ্বমুখী চাপে পড়েছে। খবর বিজনেস রেকর্ডার।
আরও পড়ুন
সিবিওটিতে গতকাল গমের ভবিষ্যৎ সরবরাহ মূল্য আগের দিনের তুলনায় দশমিক ২৭ শতাংশ বেড়েছে। প্রতি বুশেলের মূল্য স্থির হয়েছে ৬ ডলার ৩৯ সেন্টে। ভুট্টার দাম একদিনের ব্যবধানে দশমিক ২২ শতাংশ বেড়ে বুশেলপ্রতি ৪ ডলার ৫৭ সেন্টে উন্নীত হয়েছে। এছাড়া ভুট্টার দাম দশমিক ২ শতাংশ বেড়ে প্রতি বুশেল লেনদেন হয়েছে ৮ ডলার ৪ সেন্টে।
রাশিয়ার কৃষি খাত চলতি মাসে ভয়াবহ তুষার ঝড়ে বিপর্যয়ের মুখে পড়েছে। এতে বেশির ভাগ আবাদকৃত ফসল নষ্ট হয়ে গেছে। কৃষকরা ফের নতুন করে আবাদের প্রস্তুতি নিচ্ছেন।
এদিকে ব্রাজিলে ভুট্টা ও সয়াবিন উত্তোলনের কাজ খুব ধীরগতিতে এগোচ্ছে। রিও গ্রান্ড ডে সোল প্রদেশে বন্যার কারণে উৎপাদন ব্যাহত হচ্ছে। সেখানে বন্যা আরো বাড়লে কৃষকরা বড় ধরনের লোকসানের মুখে পড়তে পারেন। পাশাপাশি আর্জেন্টিনায়ও উৎপাদন নিয়ে উদ্বেগ রয়েছে।
তবে মার্কিন কৃষি বিভাগ (ইউএসডিএ) বলছে, আগামী জুনের শেষ নাগাদ এল নিনোর প্রভাব কমে আসতে পারে। তখন উৎপাদন পরিস্থিতিতে ইতিবাচক ধারায় ফিরবে। ফলে বাড়বে শস্যের বৈশ্বিক সরবরাহ।
