ঢাকা বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৫ - ১১:২২:৪৭ এএম

সিমান্ত থেকে সাড়ে চার কোটি টাকার ভারতীয় শাড়ি জব্দ করল বিজিবি

৯ অক্টোবর, ২০২৪ | ১০:৩৩ এএম

সিমান্ত থেকে সাড়ে চার কোটি টাকার ভারতীয় শাড়ি জব্দ করল বিজিবি

ছবি: সংগ্রহ

হবিগঞ্জের মাধবপুরে অভিযান চালিয়ে প্রায় সাড়ে চার কোটি টাকা মূল্যের ভারতীয় শাড়ি জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। 

 

সোমবার সন্ধ্যায় ৫৫ বিজিবির একটি টহলদল ঢাকা-সিলেট মহাসড়কে মাধবপুর উপজেলার জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বর এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় ট্রাকটিতে তল্লাশি চালিয়ে সাড়ে তিন হাজার পিস ভারতীয় শাড়ি উদ্ধার করে বিজিবি। যার আনুমানিক মূল্য চার কোটি ৫৯ লাখ ৩৫ হাজার টাকা।

 

বিজিবি হবিগঞ্জ ৫৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ইমদাদুল বারী বলেন, বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি অবৈধভাবে প্রবেশ করছে এমন সংবাদের ভিত্তিতে বিজিবি ৫৫-এর একটি টিম অভিযান চালায়। অভিযানে সাড়ে তিন হাজার পিস শাড়ি জব্দ করা হয়েছে। এ বিষয়ে আইনি কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

 

 

সিমান্ত থেকে সাড়ে চার কোটি টাকার ভারতীয় শাড়ি জব্দ করল বিজিবি