ভ্যাট বন্ধু নিউজ প্রতিবেদক
১৩ জানুয়ারি, ২০২৫ | ১১:০ এএম
অনলাইন সংস্করণ
সিরিয়া নিয়ে আলোচনা করতে সৌদিতে জড়ো হয়েছেন শীর্ষ পশ্চিমা কূটনীতিকরা
১৩ জানুয়ারি, ২০২৫ | ১১:০ এএম

ছবি: সংগ্রহ
সিরিয়ার ভবিষ্যৎ নিয়ে আলোচনা করতে সৌদি আরবের রাজধানীতে জড়ো হয়েছেন পশ্চিমা দেশগুলোসহ মধ্যপ্রাচ্যের পররাষ্ট্রমন্ত্রী ও শীর্ষ কূটনীতিকরা।
হায়াত তাহরির আল-শামের (এইচটিএস) নেতৃত্বাধীন সিরিয়ার নতুন প্রশাসন দামেস্কে আন্তর্জাতিক তহবিল প্রবাহে সহায়তার জন্য পশ্চিমা দেশগুলোর নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান জানানোর পর এই বৈঠক অনুষ্ঠিত হচ্ছে।
সিরিয়ার নতুন পররাষ্ট্রমন্ত্রী আসাদ হাসান আল-শাইবানিও রিয়াদে পৌঁছেছেন বলে জানিয়েছে।
বৈঠকে সৌদি আরব, মিশর, সংযুক্ত আরব আমিরাত, কাতার, বাহরাইন, ইরাক, জর্ডান, লেবানন ও তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীরা আঞ্চলিক অবস্থান তুলে ধরবেন। এতে যুক্তরাষ্ট্রের আন্ডার সেক্রেটারি জন বাস, জার্মান পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বেয়ারবক ও ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি অংশ নেবেন।
বিশ্লেষক রব গিস্ট পিনফোল্ড বলেন, বাইডেন প্রশাসন এবং ইউরোপীয় দেশগুলো নিষেধাজ্ঞা প্রত্যাহার বা অন্তত নিষেধাজ্ঞা শিথিল করার ক্ষেত্রে এইচটিএস যেদিকে যেতে চায়, সেদিকেই এগোচ্ছে।
কিংস কলেজ লন্ডনের প্রভাষক পিনফোল্ড আল জাজিরাকে বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র বলেছে যে, তারা সরকারি খাতের কর্মীদের শক্তি সরবরাহের জন্য বেতন দেওয়ার মতো বিষয়গুলোর উপর স্থগিত করবে।
