ঢাকা বুধবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৫ - ৫:১৬:১৯ পিএম

সিলেটের তিন স্থলবন্দর দিয়ে ভারতের সঙ্গে আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে

৪ ডিসেম্বর, ২০২৪ | ৯:৪৮ এএম

সিলেটের তিন স্থলবন্দর দিয়ে ভারতের সঙ্গে আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে

ছবি: সংগ্রহ

সিলেটের সীমান্তবর্তী এলাকাগুলোতে পণ্য আমদানি-রপ্তানি বন্ধ থাকায় দেশীয় ব্যবসা-বাণিজ্যে বড় ধরনের সংকট দেখা দিয়েছে। চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতারের প্রতিবাদে ভারতীয় নাগরিকদের আন্দোলনের ফলে সুতারকান্দি ও করিমগঞ্জ শুল্ক স্টেশন দিয়ে গত সোমবার থেকে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রয়েছে। এদিকে, পণ্য পরিমাপ নিয়ে জটিলতার কারণে তামাবিল স্থলবন্দর দিয়েও প্রায় ১৭ দিন ধরে কয়লা ও চুনাপাথর আমদানি বন্ধ রয়েছে। এসব সমস্যায় দুই দেশের শুল্ক স্টেশনগুলোতে প্রায় ৫০০ পণ্যবাহী ট্রাক আটকা পড়েছে।


ভারতের আসাম প্রদেশের করিমগঞ্জে ‘হিন্দু ঐক্যমঞ্চ’ ব্যানারে একদল ভারতীয় বিক্ষুব্ধ নাগরিক মিছিল নিয়ে সুতারকান্দি শুল্ক স্টেশনে জড়ো হন। তারা বাংলাদেশে প্রবেশের চেষ্টা করলে বিএসএফ ও স্থানীয় পুলিশ তাদের বাধা দেয়। এরপর থেকেই ঐ শুল্ক স্টেশন দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ হয়ে যায়। একই পরিস্থিতি সৃষ্টি হয় করিমগঞ্জ শুল্ক স্টেশনে।

 

সিলেট জেলা প্রশাসক মোহাম্মদ শেরে মাহবুব মুরাদ জানিয়েছেন, সীমান্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং আইনশৃঙ্খলা বাহিনী দায়িত্ব পালন করছে।


সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সাবেক পরিচালক আতিক হোসেন জানিয়েছেন, সুতারকান্দি শুল্ক স্টেশনে পাথরসহ বিভিন্ন পণ্যবোঝাই অন্তত ২০০ ট্রাক এবং শেওলা শুল্ক স্টেশনে ৫০টির বেশি ট্রাক আটকা পড়েছে। অন্যদিকে, করিমগঞ্জে কাঁচামাল ও ফলবোঝাই ৫০টির বেশি ট্রাক আটকা পড়ে আছে।

 

তামাবিল স্থলবন্দরের নতুন কর্মকর্তাদের সঙ্গে আমদানিকারকদের পরিমাপ জটিলতা নিয়ে বিরোধের কারণে তামাবিল-ডাউকি সীমান্তেও পণ্য চলাচল বন্ধ রয়েছে। ভারতের ডাউকিতে আটকা পড়া ট্রাকের সংখ্যা ৩০০ ছাড়িয়েছে। প্রতিদিন এই পণ্য পরিবহনকারী ব্যবসায়ীদের ব্যাংক ঋণের সুদ বাড়ছে।


শুল্ক স্টেশনগুলোর কার্যক্রম স্থবির হয়ে পড়ায় প্রায় ৩০ হাজার শ্রমিক কর্মহীন হয়ে পড়েছেন। তাদের পরিবারের মধ্যে তীব্র আর্থিক সংকট দেখা দিয়েছে। শ্রমিকরা অনটনে দিন পার করছেন।


সীমান্ত অচলাবস্থার ফলে সরকার বড় অঙ্কের রাজস্ব আয় হারাচ্ছে। পরিস্থিতি দ্রুত সমাধানের জন্য দুই দেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ প্রয়োজন বলে মনে করছেন ব্যবসায়ী মহল।

 

উপসংহার সীমান্ত বাণিজ্যের স্থবিরতা শুধু ব্যবসায়িক ক্ষেত্রেই নয়, শ্রমজীবী মানুষের জীবনেও গভীর প্রভাব ফেলছে। এই সংকট দ্রুত সমাধানে উভয় দেশের আলোচনার মাধ্যমে কার্যকর পদক্ষেপ গ্রহণ জরুরি।

সিলেটের তিন স্থলবন্দর দিয়ে ভারতের সঙ্গে আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে