ভ্যাট বন্ধু নিউজ প্রতিবেদক
১৪ ডিসেম্বর, ২০২৪ | ৫:৫০ পিএম
অনলাইন সংস্করণ
সিলেট সীমান্তে প্রায় দেড় কোটি টাকার চোরাই পণ্য জব্দ
১৪ ডিসেম্বর, ২০২৪ | ৫:৫০ পিএম
![সিলেট সীমান্তে প্রায় দেড় কোটি টাকার চোরাই পণ্য জব্দ](https://i.vatbondhu.com/images/original-webp/2024/12/14/20241214165217_original_webp.webp)
ছবি: সংগ্রহ
সিলেট ও সুনামগঞ্জ সীমান্তে বিজিবির অভিযান, ১ কোটি ৩৫ লাখ টাকার চোরাচালান পণ্য জব্দ
আরও পড়ুন
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সিলেট ও সুনামগঞ্জ সীমান্তের বিভিন্ন এলাকায় দু'দিনের অভিযানে প্রায় ১ কোটি ৩৫ লাখ টাকার চোরাচালান পণ্য জব্দ করেছে। বিজিবি তাদের ৪৮ ব্যাটালিয়নের কয়েকটি বিওপি’র জোয়ানদের মাধ্যমে বৃহস্পতিবার ও শুক্রবার এসব অভিযান পরিচালনা করে।
বিজিবির তথ্য অনুযায়ী, সীমান্তবর্তী বাংলাবাজার, প্রতাপপুর, তামাবিল, পান্থুমাই, ডিবির হাওর, সোনারহাট, মিনাটিলা, বিছনাকান্দি, সংগ্রাম, উৎমা, লবিয়া, লাফার্জ, সোনালী চেলা ও নোয়াকোট বিওপি’র জোয়ানরা এসব অভিযানে অংশ নেয়। তারা বিপুল পরিমাণ ভারতীয় চিনি, মহিষ, গরু, কম্বল, সাবান, চা পাতা, চকলেট, সুপারি, পান, ফুচকা, মদ, ফেন্সিডিল এবং বাংলাদেশ হতে পাচার হতে যাওয়া রসুন ও শিং মাছ জব্দ করে।
এসময় চোরাচালান পণ্য পরিবহনে ব্যবহৃত পিকআপ ও মোটরসাইকেলও আটক করা হয়। জব্দকৃত চোরাচালান পণ্যের আনুমানিক বাজারমূল্য ১ কোটি ৩৫ লাখ ৮৫ হাজার ৮০০ টাকা।
বিজিবি ৪৮ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাফিজুর রহমান (পিএসসি) জানান, সীমান্ত সুরক্ষা এবং চোরাচালান প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
![সিলেট সীমান্তে প্রায় দেড় কোটি টাকার চোরাই পণ্য জব্দ](https://i.vatbondhu.com/images/original/2024/04/22/20240422145104_original.png)