ভ্যাট বন্ধু নিউজ প্রতিবেদক
২৩ ফেব্রুয়ারি, ২০২৫ | ৫:৫৪ পিএম
অনলাইন সংস্করণ
সিলেট সীমান্তে ১ কোটি টাকার পণ্য জব্দ
২৩ ফেব্রুয়ারি, ২০২৫ | ৫:৫৪ পিএম

ছবি: সংগ্রহ
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সিলেট ও সুনামগঞ্জ সীমান্তে অভিযান চালিয়ে ১ কোটি টাকারও বেশি মূল্যের চোরাচালানী মালামাল জব্দ করেছে। আজ রোববার (২৩ ফেব্রুয়ারি) সিলেট এবং সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকায় পান্থুমাই, সোনারহাট, প্রতাপপুর, লবিয়া, শ্রীপুর, বিছনাকান্দি, নোয়াকোট এবং তামাবিল বিওপি কর্তৃক এই অভিযান পরিচালিত হয়।
আরও পড়ুন
অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় গরু, মহিষ, চিনি, কিসমিস, চকলেট, পন্ডস ফেসওয়াস, আইবল ক্যান্ডি এবং বিড়ি আটক করা হয়। এসব মালামালের আনুমানিক মূল্য ১ কোটি ২১ লাখ ৭৯ হাজার ১৫০ টাকা বলে জানিয়েছে বিজিবি।
এ বিষয়ে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) অধিনায়ক বলেন, "উর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে চোরাচালানী মালামাল জব্দ করা হয়েছে। আটককৃত মালামাল সমূহের বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।"
বিজিবির এই সফল অভিযান সীমান্ত এলাকার চোরাচালান প্রতিরোধে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।
- ট্যাগ সমূহঃ
- সিলেট
- সীমান্তে
- কোটি টাকার
- পণ্য জব্দ
