ভ্যাট বন্ধু নিউজ প্রতিবেদক
৪ জানুয়ারি, ২০২৫ | ৫:৫৬ পিএম
অনলাইন সংস্করণ
সিলেট সীমান্তে ১ কোটি টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ
৪ জানুয়ারি, ২০২৫ | ৫:৫৬ পিএম
ছবি: সংগ্রহ
সিলেটের বিভিন্ন সীমান্তে সরকার কর্তৃক নির্ধারিত শুল্ক ফাঁকি দিয়ে চোরাই পথে ভারত থেকে আনা বিপুল পরিমাণ পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ৪ জানুয়ারি, শনিবার, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি ৪৮ ব্যাটালিয়নের সদস্যরা এই অভিযান চালায়।
আরও পড়ুন
বিজিবির ৪৮ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সিলেট ও সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকায় এই অভিযান পরিচালিত হয়। বিশেষ করে মিনাটিলা, কালাইরাগ, গোয়াইনঘাট উপজেলার বিছনাকান্দি, নোয়াকোট, দমদমিয়া, কালাসাদেক, শ্রীপুর, বাংলাবাজার, লাফার্জ, প্রতাপপুরসহ বিভিন্ন সীমান্ত এলাকায় বিজিবি সদস্যরা রাতভর অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় চোরাই পণ্য জব্দ করেন।
জব্দ করা পণ্যের মধ্যে রয়েছে ভারতীয় শাড়ি, চিনি, কম্বল, গরু, বিয়ারসহ আরও বিভিন্ন পণ্য, যা বাংলাদেশে অবৈধভাবে আনা হচ্ছিল। একই সময়ে, বিজিবি অভিযানে বাংলাদেশের দিকে পাচারকৃত রসুন, পাথর এবং শিং মাছও উদ্ধার করেছে। এছাড়া, চোরাচালানে ব্যবহৃত পিকআপ ও ট্রাকও জব্দ করা হয়েছে।
জব্দকৃত মালামালের আনুমানিক বাজার মূল্য ১ কোটি ৮ লাখ ৯৭ হাজার ৫০ টাকা বলে জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।
বিজিবির লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান জানান, "গোপন সংবাদের ভিত্তিতে সীমান্তবর্তী এলাকাগুলোতে অভিযান চালিয়ে ভারতীয় চোরাই পণ্য জব্দ করা হয়েছে। এর পাশাপাশি, পাচারকৃত মালামালের বিষয়ে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।"
বিজিবি জানিয়েছে, চোরাচালান কার্যক্রমের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে এবং সীমান্ত এলাকায় তৎপরতা আরও বাড়ানো হবে, যাতে দেশে অবৈধভাবে ভারতীয় পণ্য প্রবাহ রোধ করা সম্ভব হয়।