ভ্যাট বন্ধু নিউজ প্রতিবেদক
৬ নভেম্বর, ২০২৪ | ৪:৫৫ পিএম
অনলাইন সংস্করণ
সিলেট সীমান্তে ৮ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ
৬ নভেম্বর, ২০২৪ | ৪:৫৫ পিএম
![সিলেট সীমান্তে ৮ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ](https://i.vatbondhu.com/images/original-webp/2024/11/06/20241106161442_original_webp.webp)
ছবি: সংগ্রহ
সিলেটের গোয়াইনঘাট উপজেলার সীমান্ত এলাকায় থেকে আট কোটি দুই লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ করেছে বিজিবি।
সোমবার মধ্যরাত থেকে মঙ্গলবার ভোর পর্যন্ত উপজেলার সীমান্তবর্তী রাধানগর এলাকায় অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করা হয় বলে জানান সিলেট ব্যাটালিয়নের (৪৮-বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান।
লেফটেন্যান্ট কর্নেল হাফিজুর রহমান বলেন, “গোপন খবর পেয়ে বিজিবির উপ-অধিনায়ক মেজর মো. নূরুল হুদার নেতৃত্বে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পুলিশের সমন্বয়ে টাস্কফোর্স রাধানগর এলাকায় অভিযান চালায়।
এ সময় ভারতীয় দুই হাজার ৯০৭টি শাড়ি, এক হাজার ১৬২টি চাদর, থ্রি-পিস ৪১৩টি, ১২ হাজার ৪৩৫ মিটার থান কাপড়, এক হাজার ১৬০ মিটার ব্লেজারের থান কাপড়, এক হাজার ৫৫৬ মিটার মকমলের কভার, ৪৪ হাজার ৭২২টি বিভিন্ন প্রকার ক্রিম, এক হাজার ৬৬৯টি পন্ডস ফেস ওয়াশ, ৬১২টি জনসন বেবি লোশন, দুই লাখ ৬২ হাজার ৯৯০টি চকলেট, ১৩ হাজার ২৬০টি ই-ক্যাপ ট্যাবলেটসহ বিভিন্ন ধরনের পণ্য জব্দ করা হয়। জব্দ করা পণ্যের আনুমানিক বাজার মূল্য আট কোটি দুই লাখ ৩১ হাজার ১৫০ টাকা বলে জানায় বিজিবি।
হাফিজুর রহমান বলেন, সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। জব্দ করা মালামালের বিষয়ে বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান বিজিবির এই কর্মকর্তা।
![সিলেট সীমান্তে ৮ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ](https://i.vatbondhu.com/images/original/2024/04/22/20240422145104_original.png)