ভ্যাট বন্ধু নিউজ প্রতিবেদক
১২ ফেব্রুয়ারি, ২০২৫ | ৫:৫৯ পিএম
অনলাইন সংস্করণ
সীমান্তে ফের ৯১ লাখ টাকার চোরাই পণ্য জব্দ
১২ ফেব্রুয়ারি, ২০২৫ | ৫:৫৯ পিএম
![সীমান্তে ফের ৯১ লাখ টাকার চোরাই পণ্য জব্দ](https://i.vatbondhu.com/images/original-webp/2025/02/12/20250212171634_original_webp.webp)
ছবি: সংগ্রহ
সিলেট ও সুনামগঞ্জ জেলার বিভিন্ন সীমান্তবর্তী এলাকায় বিজিবি (বর্ডার গার্ড বাংলাদেশ) অভিযান চালিয়ে ৯১ লাখ টাকার অধিক চোরাচালানের পণ্য জব্দ করেছে।
আজ বুধবার (১২ ফেব্রুয়ারি) ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) নেতৃত্বে বাংলাবাজার, প্রতাপপুর, পাথরকোয়ারী, মিনাটিলা, কালাইরাগ, বিছনাকান্দি, কালাসাদেক, ডিবিরহাওর, সংগ্রাম, পান্থুমাই এবং তামাবিল বিওপি এলাকায় অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মহিষ, কমলা, শাড়ী, কিসমিস, হেয়ার অয়েল, চকলেট, ট্যাংক, চিনি, গাড়ির টায়ার, শ্যাম্পু, মুভ, সুপারি, সনপাপড়ি, বেবী লোশন, ফুচকা, বিড়ি, মদ, মাহিন্দ্রা ট্রাক্টর, মোটরসাইকেল এবং অবৈধভাবে পাথর উত্তোলনকারী নৌকা আটক করা হয়।
অটককৃত মালামালের আনুমানিক সিজার মূল্য ৯১ লাখ ২৭ হাজার ৯৬০ টাকা। এই চোরাচালানী পণ্যগুলো অবৈধভাবে বাংলাদেশে আনা হচ্ছিল।
বিজিবি'র পক্ষ থেকে দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়। সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হক জানান, সীমান্ত নিরাপত্তা রক্ষা এবং চোরাচালান প্রতিরোধে বিজিবির নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। তিনি বলেন, "ঊর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনায় সীমান্ত এলাকায় এ ধরনের অভিযান পরিচালিত হচ্ছে এবং আটককৃত মালামালের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।"
এদিকে, সীমান্তবর্তী অঞ্চলে চোরাচালানী পণ্য উদ্ধারের পর বিজিবি আরো কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের পরিকল্পনা করছে।
![সীমান্তে ফের ৯১ লাখ টাকার চোরাই পণ্য জব্দ](https://i.vatbondhu.com/images/original/2024/04/22/20240422145104_original.png)