ভ্যাট বন্ধু নিউজ প্রতিবেদক
১০ ফেব্রুয়ারি, ২০২৫ | ১:৫৪ পিএম
অনলাইন সংস্করণ
সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় দুই ঘণ্টায় লেনদেন ১৬৪ কোটি টাকা
১০ ফেব্রুয়ারি, ২০২৫ | ১:৫৪ পিএম
![সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় দুই ঘণ্টায় লেনদেন ১৬৪ কোটি টাকা](https://i.vatbondhu.com/images/original/2025/02/10/20250210135447_original.gif)
ছবি: সংগ্রহ
সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় চলছে লেনদেন। এদিন লেনদেনে ধীরগতিতে প্রথম দুই ঘণ্টায় হাতবদল হয়েছে ১৬৪ কোটি টাকা।
আজ (১০ জানুয়ারি) ডিএসইর লেনদেন শুরুর দুই ঘণ্টা পর অর্থাৎ বেলা ১২টা পর্যন্ত ডিএসইর প্রধান সূচক বা ‘ডিএসইএক্স’ ১ দশমিক ৯৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ১৬৭ পয়েন্টে।
প্রধান সূচকের সঙ্গে শরিয়াহ সূচক বা ‘ডিএসইএস’ ২ দশমিক ০৫ পয়েন্ট বেড়ে আর ‘ডিএস-৩০’ সূচক দশমিক ৪০ পয়েন্ট কমে যথাক্রমে ১১৪৫ ও ১৯১১ পয়েন্টে অবস্থান করছে।
আলোচ্য সময়ে ডিএসইতে মোট ১৬৪ কোটি ৬৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।
লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১৪৬টির, কমেছে ১৫৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৮৯ কোম্পানির শেয়ারদর।
![সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় দুই ঘণ্টায় লেনদেন ১৬৪ কোটি টাকা](https://i.vatbondhu.com/images/original/2024/04/22/20240422145104_original.png)