ভ্যাট বন্ধু নিউজ প্রতিবেদক
২৬ নভেম্বর, ২০২৪ | ৪:০ এএম
অনলাইন সংস্করণ
সূচনা ফাউন্ডেশনের ব্যাংক হিসাব অবরুদ্ধ
২৬ নভেম্বর, ২০২৪ | ৪:০ এএম
ছবি: সংগ্রহ
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদের নেতৃত্বে গড়ে ওঠা সূচনা ফাউন্ডেশনের ব্যাংক হিসাব অবরুদ্ধ করা হয়েছে।
আর্থিক গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) রোববার এ প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব জব্দের নির্দেশনা দেশের বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কাছে পাঠিয়েছে।
ব্যাংক বর্হিভূত একটি আর্থিক প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তা এ বিষয়ে চিঠি পাওয়ার তথ্য দিয়ে বলেছেন, চিঠিতে সূচনা ফাউন্ডেশনের ট্রাস্টি হিসেবে সায়মা ওয়াজেদের নাম ও ঠিকানা দেওয়া হয়েছে।
তিনি ছাড়া ফাউন্ডেশনের ট্রাস্টিদের মধ্যে ডা. মাজহারুল মান্নান, মো. শামসুজ্জামান, জাইন বারি রিজভী, নাজমুল হাসানের নাম বিএফআইইউর চিঠিতে রয়েছে।
বিএফআইইউর চিঠিতে, মানি লন্ডারিং প্রতিরোধ আইন ২০১২ অনুযায়ী সূচনা ফাউন্ডেশনের পরিচালিত সব হিসাবের লেনদেন ৩০ দিনের জন্য স্থগিত রাখতে বলা হয়েছে।
একই সঙ্গে এ প্রতিষ্ঠানের নামে পরিচালিত সব হিসাব সংক্রান্ত সব তথ্য- যেমন হিসাব খোলার ফরম, কেওয়াইসি ফরম, শুরু থেকে হালনাগাদ লেনদেন বিবরণী আগামী পাঁচ কর্মদিবসের মধ্যে পাঠাতে বলা হয়েছে।
স্বেচ্ছাসেবী ও অলাভজনক প্রতিষ্ঠান হিসেবে ২০১৪ সালে গড়ে ওঠা সূচনা ফাউন্ডেশন মানসিক প্রতিবন্ধিতা, স্নায়ুবিক প্রতিবন্ধিতা, অটিজম এবং মানসিক স্বাস্থ্য সমস্যা যুক্ত ব্যক্তিদের নিয়ে কাজ করে।