ভ্যাট বন্ধু নিউজ প্রতিবেদক
১৩ জানুয়ারি, ২০২৫ | ১০:৩০ এএম
অনলাইন সংস্করণ
এ সম্পর্কিত আরো খবর
সেনাবাহিনীতে যোগ দিতে ইসরায়েলে আসছে বিভিন্ন দেশের ইহুদিরা
১৩ জানুয়ারি, ২০২৫ | ১০:৩০ এএম
![সেনাবাহিনীতে যোগ দিতে ইসরায়েলে আসছে বিভিন্ন দেশের ইহুদিরা](https://i.vatbondhu.com/images/original-webp/2025/01/13/20250113095148_original_webp.webp)
ছবি: সংগ্রহ
ইসরায়েলের সেনাবাহিনীতে যোগ দিতে তেল আবিবে আসছে যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশের ইহুদি নাগরিকরা। ইসরায়েলি মারিভ সংবাদপত্র জানিয়েছে, আগামী কয়েকদিনের মধ্যে দেড় শতাধিক বিদেশি নাগরিক ইসরায়েলে পৌঁছাবে।
এসব লোকজন যুক্তরাষ্ট্র, রাশিয়া, কানাডা, ফ্রান্স, যুক্তরাজ্য, কোস্টারিকা, ডেনমার্ক, মেক্সিকো, নেদারল্যান্ডস, স্পেন এবং অন্যান্য দেশের নাগরিক।
এর আগে ইসরায়েলি রাজনৈতিক ভাষ্যকার ওরি গোল্ডবার্গ আল জাজিরাকে বলেছিলেন, ইসরায়েলি সেনারা 'নজিরবিহীন সংখ্যায়' মারা যাচ্ছে। এছাড়া চাকরি ছাড়া ও আত্মহত্যার প্রবণতা দেখা দিয়েছে।
এদিকে, ইসরায়েলের গণহত্যার কারণে গাজা ও পশ্চিম তীরজুড়ে উত্তেজনা বাড়ছেই। ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার পর থেকে প্রায় ৪৬ হাজারের বেশি মানুষকে হত্যা করেছে ইসরায়েলিরা, যাদের বেশিরভাগই নারী ও শিশু।
ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, দখলকৃত পশ্চিম তীরের ভূখণ্ডেও ইসরায়েলি সেনাবাহিনীর গুলিতে এ পর্যন্ত অন্তত ৮৪৪ ফিলিস্তিনি নিহত এবং ৬ হাজার ৭০০ জনেরও বেশি আহত হয়েছেন।
![সেনাবাহিনীতে যোগ দিতে ইসরায়েলে আসছে বিভিন্ন দেশের ইহুদিরা](https://i.vatbondhu.com/images/original/2024/04/22/20240422145104_original.png)