ঢাকা বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৫ - ১১:২১:১০ এএম

সেন্টমার্টিনে টানা ১৪ দিন বন্ধ নৌযান, ফের খাদ্য সংকটের শঙ্কা

৭ জুলাই, ২০২৪ | ৪:৪ পিএম

সেন্টমার্টিনে টানা ১৪ দিন বন্ধ নৌযান, ফের খাদ্য সংকটের শঙ্কা

টেকনাফ-সেন্টমার্টিন নৌ রুটে টানা ১৪ দিন ধরে বন্ধ রয়েছে সব ধরনের নৌযান চলাচল। মিয়ানমারের ওপার থেকে বারবার গুলি ছোড়া হচ্ছে এ রুটের ট্রলার ও স্পিডবোট লক্ষ্য করে। ফলে এ সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।

 

বিকল্প হিসেবে উপকূল দিয়ে সেন্টমার্টিনে খাদ্য সামগ্রীসহ নিত্যপ্রয়োজনীয় পণ্য নিয়ে ট্রলার চলাচলের সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ। বর্ষাকালে সাগর উত্তাল থাকায় কোনো ট্রলার ঝুঁকি নিয়ে যাচ্ছে না। ফলে প্রবাল দ্বীপ সেন্টমার্টিনে ফের খাদ্য সংকটের শঙ্কা তৈরি হয়েছে।

 

গত ২২ জুন কক্সবাজারের টেকনাফের শাহপরীর দ্বীপ থেকে জরুরি পণ্য ও কিছু সংখ্যক যাত্রী নিয়ে সেন্টমার্টিন গিয়েছিল দুটি ট্রলার। একই সঙ্গে ওইদিন সেন্টমার্টিন থেকে রোগীসহ ১৫ যাত্রী নিয়ে শাহপরীর দ্বীপ এসেছে দুটি স্পিডবোট। ওখানেই শেষ। গত ১৪ দিনে একটি ট্রলার বা স্পিডবোট সেন্টমার্টিনে যায়নি। সেন্টমার্টিন থেকে টেকনাফ আসেনি কোনো নৌযানও।
ফলে দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিনে আবারও খাদ্যদ্রব্য সংকটের শঙ্কা তৈরি হয়েছে।


সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান বলেন, ‘টেকনাফের শাহপরীর দ্বীপ থেকে বিকল্প রুটে দুটি ট্রলার ২২ জুন সেন্টমার্টিন আসে। দুই ট্রলারে ৩০০শ’ গ্যাসের সিলিন্ডার, কিছু খাদ্যপণ্য ও কয়েকজন যাত্রী ছিল। একইসঙ্গে সেন্টমার্টিন থেকে রোগীসহ ১৫ জন যাত্রী নিয়ে দুটি স্পিডবোট শাহপরীর দ্বীপে গেছে। টানা ১৪ দিন আর কোনো নৌযান চলাচল করেনি।


বিকল্প পথ হিসেবে শাহপরীর দ্বীপ ও সেন্টমার্টিনে সীমিত পরিসরে কিছু নৌযান চলার সিদ্ধান্ত নেওয়া হয়। কিন্তু এটা সর্বশেষ ২২ জুনের পর বন্ধ রয়েছে। দ্বীপে খাদ্যদ্রব্য সংকটের দিকে যাচ্ছে। যে খাদ্য রয়েছে তা ২/৩ দিনের বেশি যাবে না। দ্বীপের ১০ হাজার বাসিন্দার জন্য খাদ্যদ্রব্যের প্রয়োজনীয়তা দেখা দিয়েছে।

 

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আদনান চৌধুরী বলেন, খাদ্য সংকট নিরসনে নাফ নদের পরিবর্তে বঙ্গোপসাগরের টেকনাফ উপকূল দিয়ে সেন্টমার্টিনে খাদ্য সামগ্রীসহ নিত্যপ্রয়োজনীয় পণ্য নিয়ে ট্রলার চলাচলের অনুমতি দেওয়া হলেও সাগর উত্তাল থাকায় কোনো ট্রলার ঝুঁকি নিয়ে যাচ্ছে না। কী করা যায় দেখা হচ্ছে।’

সেন্টমার্টিনে টানা ১৪ দিন বন্ধ নৌযান, ফের খাদ্য সংকটের শঙ্কা