ঢাকা বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৫ - ৯:৪৮:২৩ এএম

সেন্ট মার্টিনের বাসিন্দাদের আত্মীয়রাও যেতে পারছে না দ্বীপে

৯ নভেম্বর, ২০২৪ | ১১:৩৬ এএম

সেন্ট মার্টিনের বাসিন্দাদের আত্মীয়রাও যেতে পারছে না দ্বীপে

ছবি: সংগ্রহীত

সেন্ট মার্টিন দ্বীপে আনুষ্ঠানিক নিষেধাজ্ঞা না থাকলেও পর্যটকদের ভ্রমণ সম্পূর্ণ বন্ধ রয়েছে। নভেম্বর মাসে পর্যটকদের প্রবেশের ঘোষণা থাকলেও সেখানে থাকার অনুমতি নেই, এবং বাস্তবে যাতায়াত ব্যবস্থা সম্পূর্ণ বন্ধ রয়েছে। স্থানীয় বাসিন্দারা বলছেন, এমনকি তাদের আত্মীয়-স্বজনরাও দ্বীপে আসতে পারছেন না।

 

 

পর্যটন ব্যবসায়ী এবং স্থানীয়দের ভাষ্য মতে, সেন্ট মার্টিনে এমন কড়াকড়ি আগে কখনো ছিল না, যা গুজব এবং বিভ্রান্তি সৃষ্টি করছে।

সরকারি ঘোষণা অনুযায়ী, নভেম্বর মাসে সেন্ট মার্টিনে ভ্রমণে কোনো বাধা থাকার কথা নয়। তবে, বাস্তবিকভাবে দেখা যাচ্ছে, দ্বীপে প্রবেশে কড়াকড়ি চলছে। স্থানীয়দেরকেও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) দেখিয়ে প্রবেশ করতে হচ্ছে। সংবাদ সংগ্রহের উদ্দেশ্যে গিয়েও প্রতিবেদককে জাতীয় পরিচয়পত্রের কপি জমা দিতে হয়েছে এবং অনুমতি নিতে হয়েছে।

 

 

টেকনাফের উপজেলা প্রশাসন থেকে ঘোষণা করা হয়েছে যে, ২২ অক্টোবর থেকে সেন্ট মার্টিন ভ্রমণের অনুমতি দেয়া হচ্ছে না। শুধুমাত্র এনজিও কর্মী, গবেষক, ও সাংবাদিকদের জরুরি প্রয়োজনে অনুমতি দেয়া হচ্ছে।

 

 

পরিস্থিতির ফলে দ্বীপের অধিকাংশ হোটেল-রেস্তোরাঁ, দোকানপাট এবং পর্যটন কেন্দ্রিক ব্যবসা বন্ধ রয়েছে। এছাড়া, ভ্রমণে নিষেধাজ্ঞার কারণে পর্যটন খাতে বিনিয়োগকারীরা আর্থিক ক্ষতির মুখে পড়েছেন। অনেক ব্যবসায়ী অভিযোগ করছেন, পর্যটনের প্রস্তুতির জন্য প্রয়োজনীয় স্টাফ নিয়োগ এবং প্রস্তুতির সুযোগও নেই।

 

 

সরকারের নতুন নিয়ম অনুযায়ী, ডিসেম্বর ও জানুয়ারি মাসে প্রতিদিন দুই হাজার পর্যটক সেন্ট মার্টিনে যেতে পারবেন। এই সিদ্ধান্তের প্রতিবাদে নিয়মিত বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করছেন দ্বীপের বাসিন্দা ও ব্যবসায়ীরা।

সেন্ট মার্টিনের ব্যবসায়ী মো. জসিম বলেন, “দশ হাজার মানুষের জীবন-জীবিকা ও পরিবেশ রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া অত্যন্ত জরুরি।”

সেন্ট মার্টিনের বাসিন্দাদের আত্মীয়রাও যেতে পারছে না দ্বীপে