ঢাকা বুধবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৫ - ৯:২৯:২৪ পিএম

সোমালিয়ায় ৬০ লাখ মানুষের মানবিক সহায়তা প্রয়োজন: জাতিসংঘ

২৪ জানুয়ারি, ২০২৫ | ৩:৪০ পিএম

সোমালিয়ায় ৬০ লাখ মানুষের মানবিক সহায়তা প্রয়োজন: জাতিসংঘ

ছবি: সংগ্রহ

সোমালিয়ার প্রায় ৬০ লাখ মানুষের এ বছর মানবিক সহায়তা প্রয়োজন বলে জানিয়েছে জাতিসংঘ। হর্ন অফ আফ্রিকার দরিদ্রতম দেশটি কয়েক দশকের গৃহযুদ্ধ, আল-শাবাবের রক্তাক্ত বিদ্রোহ এবং ঘন ঘন জলবায়ু বিপর্যয় সহ্য করছে।


জাতিসংঘের ত্রাণ ও মানবিক সহায়তা সংস্থা ওসিএইচএ'র এক বিবৃতিতে জানানো হয়েছে, সোমালিয়া একটি জটিল ও দীর্ঘস্থায়ী মানবিক সংকটের মুখোমুখি হচ্ছে। দেশটির জন্য ১৪৩ কোটির তহবিল আবেদনের কাজ শুরু হয়েছে।

 

ওসিএইচএ জানিয়েছে, অক্টোবর থেকে ডিসেম্বরের বৃষ্টিপাতের কারণে দেশটি বর্তমানে ব্যাপক শুষ্ক পরিস্থিতির মুখোমুখি হচ্ছে।


তারা আরও জানিয়েছে, সোমালি সরকারের সঙ্গে সম্প্রতি একটি তহবিল আবেদন করা হয়েছে। এর লক্ষ্য হলো দেশের সবচেয়ে ঝুঁকিপূর্ণ প্রায় ৪৬ লাখ মানুষকে সহায়তা করা।

সোমালিয়ায় ৬০ লাখ মানুষের মানবিক সহায়তা প্রয়োজন: জাতিসংঘ