ঢাকা বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৫ - ৮:৩৬:২৫ এএম

সৌদি আরবে কার্যালয় খোলার অনুমতি পেয়েছে ১২৭ কোম্পানি

৫ জুন, ২০২৪ | ৮:০ পিএম

সৌদি আরবে কার্যালয় খোলার অনুমতি পেয়েছে ১২৭ কোম্পানি

চলতি বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) ১২৭টি আন্তর্জাতিক কোম্পানি সৌদি আরবে আঞ্চলিক সদর দপ্তর চালুর লাইসেন্স পেয়েছে। এ সংখ্যা আগের বছরের একই সময়ের তুলনায় ৪৭৭ শতাংশ বেশি।

 

সৌদি বিনিয়োগ মন্ত্রণালয় সম্প্রতি প্রান্তিকভিত্তিক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করেছে। সেখানে বলা হয়েছে, ২০২৪ সালের প্রথম তিন মাসে ১২৭টি কোম্পানিকে আঞ্চলিক সদর দপ্তর স্থাপনের অনুমোদন দেয়া হয়েছে।

 

সৌদি আরবে সম্প্রতি পাস হওয়া আইন অনুসারে, বিদেশী কোম্পানির ক্ষেত্রে ন্যূনতম ১৫ জন কর্মীসহ দেশটিতে আঞ্চলিক সদর দপ্তর থাকতে হবে।

 

বিনিয়োগ মন্ত্রণালয়ের প্রতিবেদনে বলা হয়েছে, মার্চে শেষ হওয়া প্রান্তিকে সৌদি সফরের জন্য বিনিয়োগকারীদের ৪৪৫টি ভিসা আবেদন যাচাই-বাছাই করা হয়েছে।

 

প্রথম প্রান্তিকে ৬৪টি বিনিয়োগ চুক্তি স্থগিতও করেছে মন্ত্রণালয়। এছাড়া এ সময়ে ইস্যুকৃত বিনিয়োগ লাইসেন্স ৩ হাজার ১৫৭-এ পৌঁছেছে, যা আগের বছরের একই সময়ের তুলনায় ৯২ দশমিক ২ শতাংশ বেশি।

 

প্রতিবেদন অনুসারে, চলতি বছরের প্রথম তিন মাসে নির্মাণ খাতে ৮৬৪টি বিনিয়োগ লাইসেন্স ইস্যু হয়েছে। এরপর দ্বিতীয় সর্বোচ্চ অনুমতি দেয়া হয়েছে উৎপাদন খাতের ৬২০টি প্রতিষ্ঠানকে। এছাড়া বৃত্তিমূলক, শিক্ষা ও প্রযুক্তি কার্যক্রমে ৩৯৬টি লাইসেন্স ইস্যু করেছে মন্ত্রণালয়। যেখানে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতের ২৬৩টি প্রতিষ্ঠান অনুমতি পেয়েছে। এছাড়া আবাসন ও খাদ্য, পাইকারি ও খুচরা এবং রিয়েল এস্টেটসহ অন্যান্য খাতের উল্লেখযোগ্য সংখ্যক কোম্পানি লাইসেন্স পেয়েছে।

 

মন্ত্রণালয় বলেছে, ‘২০২৪ সালের প্রথম প্রান্তিকে রিয়েল এস্টেট খাত আগের বছরের একই সময়ের তুলনায় ২৫৩ দশমিক ৩ শতাংশের বেশি বিনিয়োগ লাইসেন্স পেয়েছে। এরপর বৃত্তিমূলক, শিক্ষাগত ও প্রযুক্তিগত কার্যক্রম এবং কৃষি, বনায়ন ও মৎস্য খাত যথাক্রমে ১৪১ দশমিক ৫ ও ১২৯ দশমিক ৪ শতাংশ বেড়েছে।’

 

২০২৩ সালের নভেম্বরে বিনিয়োগমন্ত্রী খালিদ আল-ফালিহ এক ঘোষণায় বলেন, ‘আঞ্চলিক সদর দপ্তর স্থাপন লক্ষ্যকে ছাড়িয়ে গেছে। বর্তমানে রাজ্যে ১৮০টিরও বেশি কোম্পানি কার্যালয় চালু করেছে।’

সৌদি আরবে কার্যালয় খোলার অনুমতি পেয়েছে ১২৭ কোম্পানি