ভ্যাট বন্ধু নিউজ প্রতিবেদক
১৩ নভেম্বর, ২০২৪ | ৯:৫ এএম
অনলাইন সংস্করণ
এ সম্পর্কিত আরো খবর
সৌদি আরবে ব্যাংক ঋণ ১৯ মাসের সর্বোচ্চে
১৩ নভেম্বর, ২০২৪ | ৯:৫ এএম
![সৌদি আরবে ব্যাংক ঋণ ১৯ মাসের সর্বোচ্চে](https://i.vatbondhu.com/images/original-webp/2024/11/13/20241113090512_original_webp.webp)
ছবি: সংগ্রহীত
সৌদি আরবে ব্যাংক ঋণ সেপ্টেম্বরে ২ দশমিক ৮৫ ট্রিলিয়ন সৌদি রিয়াল বা ৭৬ হাজার ৮৪ কোটি ডলারে পৌঁছেছে, যা গত বছরের একই সময়ের তুলনায় ১২ দশমিক ১৬ শতাংশ বেশি এবং ১৯ মাসের মধ্যে সর্বোচ্চ। খবর আরব নিউজ।
সৌদি সেন্ট্রাল ব্যাংকের (এসএএমএ) সাম্প্রতিক পরিসংখ্যান অনুসারে, এ খাতে আধিপত্য বিস্তার করছে করপোরেট ঋণ, যার হিস্যা মোট ঋণের প্রায় ৫৩ দশমিক ৫ শতাংশ। এছাড়া বাকি অর্থ বিতরণ হয়েছে ব্যক্তিগত ঋণ বাবদ।
গত বছরের একই সময়ের তুলনায় সেপ্টেম্বরে সৌদি ব্যাংকে করপোরেট ঋণ বেড়েছে ১৫ দশমিক ৭৫ ও ব্যক্তিগত ৮ দশমিক ৩ শতাংশ। করপোরেট ঋণের বাড়বাড়ন্ত ব্যবসায়িক অর্থায়নের ক্রমবর্ধমান চাহিদা তুলে ধরেছে বলে মন্তব্য বিশ্লেষকদের।
করপোরেট ঋণের ক্ষেত্রে নেতৃত্বের আসনে রয়েছে রিয়েল এস্টেট কার্যক্রম, যা সব ব্যবসায়িক ঋণের ২০ দশমিক ৩৭ শতাংশ। এ খাতে ঋণ ২০২৩ সালের সেপ্টেম্বরের তুলনায় ২৮ দশমিক ৬৩ শতাংশ বেড়ে হয়েছে ৩১ হাজার ৮৩ কোটি রিয়াল।
পাইকারি ও খুচরা বাণিজ্য দখল করে আছে ঋণের ১৩ দশমিক শূন্য ৭ শতাংশ, এতে অর্থায়ন হয়েছে ১৯ হাজার ৯৪৫ কোটি রিয়াল। ঋণ নেয়ার ক্ষেত্রে ১১ দশমিক ৭৮ শতাংশ হিস্যা নিয়ে তৃতীয় স্থানে রয়েছে উৎপাদন খাত। এখানে ঋণের পরিমাণ ১৭ হাজার ৯৮৩ কোটি রিয়াল।
বিদ্যুৎ, গ্যাস ও পানি সরবরাহ কার্যক্রমে ঋণের হিস্যা ছিল ১১ দশমিক ২৫ শতাংশ, যার পরিমাণ ১৭ হাজার ১৬২ কোটি রিয়াল। এ অংশে এক বছর আগের তুলনায় ঋণ বেড়েছে ২৯ দশমিক ৩৫ শতাংশ। পেশাদার, বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত কার্যক্রমে মোট করপোরেট ঋণের একটি ছোট অংশ ব্যবহার হচ্ছে দশমিক ৬৩ শতাংশ। তবে গত বছরের একই সময়ের তুলনায় সেপ্টেম্বরে এ অংশে ঋণ ৭৯ দশমিক ৬ শতাংশ বেড়ে হয়েছে ৯৬৯ কোটি রিয়াল।
সেপ্টেম্বরে সৌদি ব্যাংকে ঋণ ও আমানতের অনুপাত সামান্য কমে ৭৯ দশমিক ৬৬ শতাংশে নেমে এসেছে, যা ২০২৩ সালের একই মাসে ছিল ৭৯ দশমিক ৭১ শতাংশ।
ঋণ ও আমানতের অনুপাতের জন্য ৯০ শতাংশের নিয়ন্ত্রক সীমা নির্ধারণ করে দিয়েছে এসএএমএ। প্রতিষ্ঠানটির মতে, এতে করপোরেট ও ব্যক্তিগত ঋণের মাধ্যমে অর্থনৈতিক প্রবৃদ্ধির গতি প্রাপ্তির পাশাপাশি তারল্য স্থিতিশীলতা থাকবে। জিসিসিভুক্ত কিছু দেশে এ অনুপাত শতভাগের বেশিও। তবে সৌদি আরবের নিয়মটি সতর্কতামূলক দৃষ্টিভঙ্গির প্রতিনিধিত্ব করে।
![সৌদি আরবে ব্যাংক ঋণ ১৯ মাসের সর্বোচ্চে](https://i.vatbondhu.com/images/original/2024/04/22/20240422145104_original.png)