ঢাকা বুধবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৫ - ৭:২৬:৫৩ পিএম

সৌর বিদ্যুৎকেন্দ্র স্থাপনে ২৪.৩ মিলিয়ন ডলার দেবে এডিবি

২ ডিসেম্বর, ২০২৪ | ৩:২৮ পিএম

সৌর বিদ্যুৎকেন্দ্র স্থাপনে ২৪.৩ মিলিয়ন ডলার দেবে এডিবি

ছবি: সংগ্রহ

ময়মনসিংহে ২০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন প্রথম গ্রিড-সংযুক্ত সৌর ফটোভোলটাইক বিদ্যুৎকেন্দ্র নির্মাণের জন্য মুক্তাগাছা সোলারটেক এনার্জি লিমিটেড (এমএসইএল)-এর সঙ্গে ২৪.৩ মিলিয়ন ডলারের চুক্তি সই করেছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। এটি দেশের নবায়নযোগ্য জ্বালানি খাতে বেসরকারি উদ্যোগে আন্তর্জাতিক সহযোগিতার প্রথম উদাহরণ।

 

এ প্রকল্পের অর্থায়নে এডিবি ১৫.৫ মিলিয়ন ডলার এবং লিডিং এশিয়াস প্রাইভেট ইনফ্রাস্ট্রাকচার ফান্ড-২ (এলইএপি-২) ৮.৮ মিলিয়ন ডলার দেবে। প্রকল্পটি জেনারেটর কোম্পানি জুলস পাওয়ার লিমিটেডের (জেপিএল) মালিকানাধীন এবং এডিবি এর আর্থিক কাঠামো ও সিন্ডিকেশনের দায়িত্ব পালন করছে।

 

এই বিদ্যুৎকেন্দ্র বার্ষিক ৩৭.৯ গিগাওয়াট-ঘণ্টা বিদ্যুৎ উৎপাদন করবে, যা ১৮ হাজার ৩৪৪ টন কার্বন ডাই অক্সাইড নির্গমন প্রতিরোধে সক্ষম। এটি দেশের নবায়নযোগ্য শক্তি উৎপাদনে একটি যুগান্তকারী পদক্ষেপ হিসেবে বিবেচিত।

 

এডিবির প্রাইভেট সেক্টর অপারেশনসের মহাপরিচালক সুজান গ্যাবৌরি বলেন, "এই প্রকল্পে এডিবির দীর্ঘমেয়াদি অর্থায়ন বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি খাতে বেসরকারি খাতের অংশগ্রহণ বাড়াতে সাহায্য করবে। এটি দেশের টেকসই জ্বালানি সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।"

 

জেপিএলের ব্যবস্থাপনা পরিচালক নূহের লতিফ খান বলেন, "এডিবির সহযোগিতা আমাদের টেকসই উন্নয়নের প্রতিশ্রুতিকে আরও শক্তিশালী করেছে। এটি নবায়নযোগ্য শক্তি খাতে আমাদের দক্ষতা ও উদ্ভাবনী প্রচেষ্টার স্বীকৃতি।"

 

বর্তমানে বাংলাদেশের মোট বিদ্যুৎ উৎপাদনের মাত্র ৪.৫ শতাংশ নবায়নযোগ্য উৎস থেকে আসে। এই প্রকল্পটি এ পরিসংখ্যান উন্নত করতে একটি উল্লেখযোগ্য অবদান রাখবে।

 

২০১০ সালে প্রতিষ্ঠিত জেপিএল এক্সপো গ্রুপের অংশ এবং নবায়নযোগ্য শক্তি, আন্তর্জাতিক সরবরাহ, ও অবকাঠামো উন্নয়নসহ বিভিন্ন খাতে কার্যক্রম পরিচালনা করে আসছে।

 


এ প্রকল্পটি শুধু নবায়নযোগ্য শক্তির উন্নয়নে নয়, বরং দেশের পরিবেশগত উন্নয়ন এবং আন্তর্জাতিক অর্থায়নের জন্য একটি মাইলফলক। এটি ময়মনসিংহের মুক্তাগাছায় দেশের নবায়নযোগ্য জ্বালানি খাতের জন্য এক নতুন দিগন্ত উন্মোচন করবে।

সৌর বিদ্যুৎকেন্দ্র স্থাপনে ২৪.৩ মিলিয়ন ডলার দেবে এডিবি