ঢাকা বুধবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৫ - ৬:০৮:৫৮ পিএম

স্কয়ার ফার্মা বিনিয়োগকারীদের ১১০% লভ্যাংশ

২৫ অক্টোবর, ২০২৪ | ৭:৫ এএম

স্কয়ার ফার্মা বিনিয়োগকারীদের ১১০% লভ্যাংশ

ছবি: সংগ্রহ

পুঁজিবাজারে তালিকাভুক্ত স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসির পর্ষদ সমাপ্ত ২০২৩-২৪ হিসাব বছরে বিনিয়োগকারীদের ১১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। লভ্যাংশ ঘোষণার পাশাপাশি বিএমআরই (ব্যালান্সিং, আধুনিকায়ন, বিস্তার ও প্রতিস্থাপন), মূলধনি যন্ত্রপাতি ও ভবিষ্যতে জমি সম্প্রসারণে ৫০০ কোটি টাকা অনুমোদন দেয়া হয়েছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

 

তথ্য অনুসারে, ২০২৩-২৪ হিসাব বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি সমন্বিত আয় হয়েছে ২৩ টাকা ৬১ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ২১ টাকা ৪১ পয়সা। গত ৩০ জুন শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি সমন্বিত নিট সম্পদমূল্য দাঁড়িয়েছে ১৪২ টাকা ৫ পয়সায়।

 

২০২২-২৩ হিসাব বছরে বিনিয়োগকারীদের ১০৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে স্কয়ার ফার্মাসিউটিক্যালস। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির মুনাফা হয়েছে ১ হাজার ৮৯৭ কোটি ৮৯ লাখ টাকা, আগের হিসাব বছরে যা ছিল ১ হাজার ৮১৭ কোটি ৬৭ লাখ টাকা। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির সমন্বিত ইপিএস হয়েছিল ২১ টাকা ৪১ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ২০ টাকা ৪৮ পয়সা। ৩০ জুন ২০২৩ শেষে কোম্পানিটির সম্বন্বিত এনএভিপিএস দাঁড়িয়েছে ১২৯ টাকা ৯৫ পয়সায়।

 

১৯৯৫ সালে পুঁজিবাজারে আসা স্কয়ার ফার্মাসিউটিক্যালসের অনুমোদিত মূলধন ১ হাজার কোটি ও পরিশোধিত মূলধন ৮৮৬ কোটি ৪৫ লাখ ১০ হাজার টাকা। রিজার্ভের পরিমাণ ১০ হাজার ৪২৯ কোটি ৬০ লাখ টাকা। কোম্পানির মোট শেয়ার সংখ্যা ৮৮ কোটি ৬৪ লাখ ৫১ হাজার ১০। এর মধ্যে ৩৫ দশমিক ৪৬ শতাংশ উদ্যোক্তা পরিচালকদের কাছে, প্রতিষ্ঠান ১৫ দশমিক ২৬, বিদেশী ১৩ দশমিক ৮১ ও বাকি ৩৫ দশমিক ৪৭ শতাংশ শেয়ার রয়েছে সাধারণ বিনিয়োগকারীদের হাতে।

 

ডিএসইতে গতকাল কোম্পানিটির শেয়ার সর্বশেষ ২২৪ টাকা ৫০ পয়সায় লেনদেন হয়েছে। গত এক বছরে কোম্পানিটির শেয়ার দর ১৯৭ টাকা ২০ থেকে ২৪৯ টাকা ৮০ পয়সায় ওঠানামা করেছে ‍ৃ

স্কয়ার ফার্মা বিনিয়োগকারীদের ১১০% লভ্যাংশ