ঢাকা বুধবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৫ - ১২:১২:৩৩ পিএম

স্পন্সরশিপ ভিসা বন্ধ করল কানাডা

৫ জানুয়ারি, ২০২৫ | ১২:১৮ পিএম

স্পন্সরশিপ ভিসা বন্ধ করল কানাডা

ছবি: সংগ্রহ

কানাডায় স্থায়ী বসবাসের (পিআর) জন্য প্যারেন্ট অ্যান্ড গ্র্যান্ডপ্যারেন্টস স্পন্সরশিপ (পিজিপি) প্রোগ্রামের আওতায় নতুন আবেদন গ্রহণ বন্ধ ঘোষণা করেছে দেশটির অভিবাসন, উদ্বাস্তু ও নাগরিকত্ববিষয়ক বিভাগ আইআরসিসি।

 

 

২০২৪ সালের নতুন বছরের প্রথম থেকেই এই সিদ্ধান্ত কার্যকর হয়েছে, যার ফলে সন্তানরা তাদের বাবা-মা, দাদা-দাদি এবং নানা-নানির জন্য স্থায়ী আবাসনের সুযোগ দিতে পারবেন না।

 


আইআরসিসির পক্ষ থেকে জানানো হয়েছে, ২০২৪ সালে যারা পিজিপি আবেদন করেছেন, শুধুমাত্র তাদের আবেদনপত্রের ওপর কাজ চলছে। নতুন কোনো আবেদন গ্রহণ করা হবে না। ফলে, যারা ২০২৪ সালে আবেদন জমা দিতে চেয়েছিলেন, তাদের জন্য এটি একটি বড় ধাক্কা।

 


যদিও পিজিপি প্রোগ্রামের আওতায় নতুন আবেদন আর গ্রহণ করা হচ্ছে না, তবে কানাডার নাগরিকরা চাইলে তাদের নিকটাত্মীয়দের জন্য সুপার ভিসার মাধ্যমে কানাডায় থাকার সুযোগ দিতে পারেন। এই ভিসার আওতায় আবেদনকারীরা একটানা পাঁচ বছর কানাডায় বসবাসের সুযোগ পাবেন। তবে, সুপার ভিসা পেতে হলে কিছু নির্দিষ্ট শর্ত পূরণ করতে হবে এবং এটি পিজিপির মতো স্থায়ী বসবাসের সুযোগ নয়।

 


কানাডা সরকারের ২০২৫ সালে অভিবাসন সংখ্যা ২০ শতাংশ কমানোর লক্ষ্য রয়েছে। এর অংশ হিসেবে পিআর সুবিধার আওতায় আবেদন কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিশেষ করে পিজিপি প্রোগ্রামটি ক্ষতিগ্রস্ত হয়েছে, এবং আইআরসিসি ২০২৪ সালের জন্য সাড়ে ২৪ হাজার মানুষের স্থায়ী বসবাসের লক্ষ্য নির্ধারণ করেছে, যা আগের বছরের তুলনায় অনেকটাই কম।

 


এই সিদ্ধান্তের ফলে কানাডায় স্থায়ী বসবাসের জন্য আবেদনকারী বাংলাদেশি ও ভারতীয় পরিবারগুলোর মধ্যে অনিশ্চয়তা সৃষ্টি হয়েছে। তারা এখন বুঝতে পারছেন না, তাদের বাবা-মা বা দাদা-দাদির জন্য পিআর পাওয়া সম্ভব হবে কিনা।

 


কানাডা সরকারের পক্ষ থেকে এই ঘোষণা সম্পর্কে কোনো নির্দিষ্ট সময়সীমা জানানো হয়নি। তবে, সরকার জানিয়েছে, পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত এটি কার্যকর থাকবে।

 

 

এই পদক্ষেপটি কানাডায় অভিবাসনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পরিবর্তন নিয়ে এসেছে এবং অনেক পরিবারে অস্থিরতা সৃষ্টি করেছে। যদিও কানাডা সুপার ভিসার মতো বিকল্প ব্যবস্থা রেখেছে, তবে এটি পিজিপি প্রোগ্রামের মতো স্থায়ী বসবাসের সুযোগ দেয় না, ফলে আবেদনকারীদের জন্য চ্যালেঞ্জ বাড়িয়েছে।

স্পন্সরশিপ ভিসা বন্ধ করল কানাডা