ভ্যাট বন্ধু নিউজ প্রতিবেদক
২৪ ডিসেম্বর, ২০২৪ | ৯:০ পিএম
অনলাইন সংস্করণ
স্বর্ণের দাম কমানোর ঘোষণা
২৪ ডিসেম্বর, ২০২৪ | ৯:০ পিএম
![স্বর্ণের দাম কমানোর ঘোষণা](https://i.vatbondhu.com/images/original-webp/2024/12/24/20241224152243_original_webp.webp)
ছবি: সংগ্রহ
দেশের বাজারে স্বর্ণের ভরিতে সর্বোচ্চ ১ হাজার ২৪৮ টাকা কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।
আজ সোমবার বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমানের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। স্বর্ণের নতুন দাম আগামীকাল মঙ্গলবার থেকে হবে।
নতুন দাম অনুযায়ী, সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণ বিক্রি হবে ১ লাখ ৩৯ হাজার ৩৩৮ টাকায়, ২১ ক্যারেট ১ লাখ ৩৩ হাজার ৫ টাকা, ১৮ ক্যারেট ১ লাখ ১৪ হাজার ৪ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণ ৯৩ হাজার ৬০৪ টাকা।
স্বর্ণের দাম কমানো হলেও অপরিবর্তিত থাকছে রুপার দাম। ২২ ক্যারেটের প্রতি ভরি রুপা বিক্রি হচ্ছে ২ হাজার ৫৭৮ টাকায়, ২১ ক্যারেট ২ হাজার ৪৪৯ টাকা, ১৮ ক্যারেট ২ হাজার ১১১ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা ১ হাজার ৫৮৬ টাকা।
![স্বর্ণের দাম কমানোর ঘোষণা](https://i.vatbondhu.com/images/original/2024/04/22/20240422145104_original.png)