ঢাকা বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৫ - ২:০৬:৩৪ এএম

স্বর্ণ চোরাচালান, পরিবর্তন হচ্ছে ব্যাগেজ রুলস

১৭ ডিসেম্বর, ২০২৪ | ২:৫৭ পিএম

স্বর্ণ চোরাচালান,  পরিবর্তন হচ্ছে ব্যাগেজ রুলস

ছবি: সংগ্রহ

দেশের বিমানবন্দরগুলোতে স্বর্ণ চোরাচালান রোধে কাস্টমস কর্তৃপক্ষ ব্যাগেজ রুলসে পরিবর্তন আনার উদ্যোগ নিয়েছে। বর্তমান নিয়ম অনুযায়ী, একজন যাত্রী একবারে একটি স্বর্ণের বার (প্রায় ১১৬/১১৭ গ্রাম) আনতে পারেন, যার জন্য ৪০,০০০ টাকা শুল্ক দিতে হয়। তবে বছরে কতবার এই সুবিধা নেওয়া যাবে, তা নির্দিষ্ট করা নেই। এ সুযোগ নিয়ে কিছু চক্র নিয়মিত স্বর্ণ আমদানি করে পরে তা চোরাচালানের মাধ্যমে প্রতিবেশী দেশে পাচার করছে।

কাস্টমস কর্তৃপক্ষের পরিকল্পনা অনুযায়ী, ব্যাগেজ রুলসে সংশোধন এনে একজন যাত্রী বছরে সর্বোচ্চ তিনবার স্বর্ণ আনতে পারবেন। এ লক্ষ্যে একটি সফটওয়্যার ডেভেলপ করা হচ্ছে, যেখানে যাত্রীদের স্বর্ণ আনার তথ্য সংরক্ষিত থাকবে। যাত্রী যে বন্দর দিয়েই দেশে প্রবেশ করুন না কেন, তার তথ্য স্বয়ংক্রিয়ভাবে এই সফটওয়্যারে জমা হবে। নির্ধারিত সংখ্যার বেশি বার স্বর্ণ আনলে ওই যাত্রীকে আটক করা হবে এবং একাধিকবার নিয়ম ভঙ্গ করলে তার বিদেশ যাত্রাও বন্ধ হতে পারে।

ঢাকা কাস্টমস হাউসের যুগ্ম কমিশনার মো. আল-আমিন জানান, ব্যাগেজ রুলসে পরিবর্তন আনার কাজ চলছে এবং এ বিষয়ে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) প্রস্তাবনা চেয়েছে। ইতিমধ্যে একটি সভা ডাকা হয়েছে, যেখানে পরিবর্তনের বিষয়গুলো চূড়ান্ত হবে।

উল্লেখ্য, ২০২০-২১ অর্থবছর থেকে ২০২৪-২৫ অর্থবছরের অক্টোবর পর্যন্ত ব্যাগেজ রুলসের আওতায় প্রায় ১০৪ টন স্বর্ণ দেশে আনা হয়েছে। কাস্টমস সূত্রে জানা গেছে, এই বিপুল পরিমাণ স্বর্ণের বেশিরভাগই কোনো না কোনোভাবে দেশের বাইরে পাচার হয়ে গেছে।

ব্যাগেজ রুলসে এই পরিবর্তনগুলো কার্যকর হলে স্বর্ণ চোরাচালান নিয়ন্ত্রণে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

স্বর্ণ চোরাচালান,  পরিবর্তন হচ্ছে ব্যাগেজ রুলস