ভ্যাট বন্ধু নিউজ প্রতিবেদক
১৭ জুলাই, ২০২৪ | ২:৯ পিএম
অনলাইন সংস্করণ
স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণে করা হচ্ছে চূড়ান্ত কৌশলপত্র
১৭ জুলাই, ২০২৪ | ২:৯ পিএম
![স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণে করা হচ্ছে চূড়ান্ত কৌশলপত্র](https://i.vatbondhu.com/images/original-webp/2024/07/17/20240717140903_original_webp.webp)
আগামী ২০২৬ সালের ২৪ নভেম্বর বাংলাদেশ স্বল্পোন্নত দেশ থেকে মধ্যআয়ের দেশে উত্তীর্ণ হতে যাচ্ছে। এটি অনেক আগে থেকে নির্ধারিত হয়ে থাকলেও, সরকারের পক্ষ উত্তরণের কী ধরনের কৌশল গ্রহণ করা প্রয়োজন তার কার্যক্রম ইতিমধ্যে শুরু হয়ে গেছে। এ ছাড়া প্রধানমন্ত্রীর মুখ্যসচিবের নেতৃত্বে একটি উচ্চ পর্যায়ের কমিটি কাজ করছে।
আবার কাজের সুবিধার জন্য বিভিন্ন উপকমিটি গঠন করা হয়েছে, যা এখনও চলমান। এর পরও সরকারের উচ্চ পর্যায়ের পরিকল্পনায় আগামীকাল বৃহস্পতিবার এক কর্মশালা হতে যাচ্ছে। এই কর্মশালার মূল উদ্দেশ্য হচ্ছে বিভিন্ন স্টেকহোল্ডারের মতামতের ওপর ভিত্তি করে একটি চূড়ান্ত কৌশলপত্র তৈরি করা।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আগামীকালের কর্মশালা থেকে বিভিন্ন স্টেকহোল্ডারের মতামতের ভিত্তিতে একটি প্রতিবেদন তৈরি করা হবে। যেখানে স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের ক্ষেত্রে কী ধরনের চ্যালেঞ্জ আসতে পারে। আর সেই চ্যালেঞ্জ হচ্ছে কোটামুক্ত সুবিধা ও শুল্কমুক্ত সুবিধা। বিশ্ববাণিজ্য সংস্থার চুক্তি অনুযায়ী মেধাস্বত্ব অধিকারসহ আরও অন্যান্য বিষয়। এ ছাড়া ওষুধ শিল্পে ও পোশাক শিল্পে কী ধরনের প্রভাব পড়তে পারে তার ওপর বিশদ বিশ্লেষণ করা হবে।
অর্থনৈতিক সম্পর্ক বিভাগ আয়োজিত এই কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ। এ ছাড়া অর্থ প্রতিমন্ত্রী ওয়াসেকা আয়েশা খান, বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু উপস্থিত থাকবেন। এই কর্মশালার জন্য একটি ধারণাপত্র মন্ত্রিপরিষদ সচিব থেকে শুরু করে সরকারের বিভিন্ন উচ্চপদস্থ কর্মকর্তাকে পাঠানো হয়েছে। ধারণাপত্রের ওপর মতামত চাওয়া হয়েছে উন্নয়ন সহযোগীর, বিভিন্ন ব্যবসায়ী চেম্বার, বাংলাদেশ ব্যাংক। তবে সবাই বক্তব্যের সুযোগ না পেলেও নির্ধারিত বেশ কয়েকজনকে আলোচক হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। এর মধ্যে রয়েছে-ইউএনআরসির প্রতিনিধি ড. এম মাসরুর রিয়াজ, সৈয়দ নাসিম মঞ্জুর ও সাবেক বাণিজ্য সচিব তপন কান্তি ঘোষ। বিশেষ অতিথি হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছে অর্থ বিভাগের সচিব ড. মোহাম্মদ খায়রুজ্জামান মজুমদার, এফবিসিসিআই ও বিজিএমইএ প্রেসিডেন্টকে।
- ট্যাগ সমূহঃ
- কৌশলপত্র
![স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণে করা হচ্ছে চূড়ান্ত কৌশলপত্র](https://i.vatbondhu.com/images/original/2024/04/22/20240422145104_original.png)