ভ্যাট বন্ধু নিউজ প্রতিবেদক
৮ জানুয়ারি, ২০২৫ | ৪:৪১ পিএম
অনলাইন সংস্করণ
স্মার্ট কার্ডে টিসিবির পণ্য বিক্রি শুরু
৮ জানুয়ারি, ২০২৫ | ৪:৪১ পিএম
![স্মার্ট কার্ডে টিসিবির পণ্য বিক্রি শুরু](https://i.vatbondhu.com/images/original-webp/2025/01/08/20250108151938_original_webp.webp)
ছবি: সংগ্রহ
আজ বুধবার থেকে বাংলাদেশে টিসিবির (ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ) পণ্য বিক্রি কার্যক্রম স্মার্ট কার্ডের মাধ্যমে শুরু হয়েছে। এই উদ্যোগের মাধ্যমে সরকার টিসিবির পণ্য বিতরণের প্রক্রিয়া আরও স্বচ্ছ, সুষ্ঠু ও দুর্নীতিমুক্ত করার চেষ্টা করছে।
বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন, তেজগাঁওয়ের বেগুনবাড়ি এলাকার দীপিকার মোড়ে স্মার্ট কার্ডে পণ্য বিক্রি কার্যক্রমের উদ্বোধন করেন। তিনি বলেন, "আগে টিসিবির কার্ড নিয়ে নানা ধরনের সমস্যা, নৈরাজ্য ও দুর্বৃত্তায়ন ছিল, যা এখন থেকে আর থাকবে না। স্মার্ট কার্ডের মাধ্যমে পণ্য বিতরণ শুরু হলে তা এই সব সমস্যার সমাধান করবে।"
এছাড়া, শেখ বশিরউদ্দীন উল্লেখ করেন যে, এখন পর্যন্ত ৬৩ লাখ স্মার্ট কার্ড বিতরণ করা হয়েছে এবং আরও ৩৫-৪০ লাখ কার্ড বিতরণ করার পরিকল্পনা রয়েছে।
স্মার্ট কার্ডধারী একজন ক্রেতা এখন থেকে সর্বোচ্চ দুটি পণ্য কিনতে পারবেন ২ লিটার ভোজ্যতেল (প্রতি লিটার ১০০ টাকা), ২ কেজি মসুর ডাল (প্রতি কেজি ৬০ টাকা), ১ কেজি চিনি (প্রতি কেজি ৭০ টাকা)।
এছাড়া, টিসিবি প্রতি বছর প্রায় ১২ হাজার কোটি টাকার পণ্য ক্রয় করে থাকে। এর মধ্যে কমপক্ষে ১ হাজার কোটি টাকা বাঁচানোর মাধ্যমে আরও বেশি মানুষকে এই সুবিধা পৌঁছে দেওয়া যাবে, বলেও মন্তব্য করেন বাণিজ্য উপদেষ্টা।
বাণিজ্য উপদেষ্টা চালের বাজার পরিস্থিতি নিয়েও মন্তব্য করেন। তিনি বলেন, "বর্তমানে বাজারে চালের কোনো ঘাটতি নেই। মজুত, স্থানীয় উৎপাদন এবং সংগ্রহে কোনো সমস্যা নেই। তবে, দাম বাড়ানোর পেছনে সাময়িক মজুতদারি রয়েছে, যা অযৌক্তিক।"
চালের দাম নিয়ন্ত্রণে নিতে সরকার আমদানি উদারীকরণের নীতি গ্রহণ করতে যাচ্ছে এবং এই বিষয়ে বাংলাদেশ ব্যাংক, খাদ্য উপদেষ্টা, টিসিবি ও কৃষি মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা হয়েছে।
আলুর বাজার নিয়েও বাণিজ্য উপদেষ্টা মন্তব্য করেন। তিনি জানান, আলুর দাম বেড়ে যাওয়ার পর সরকার আমদানির উদ্যোগ নিয়েছে, যার ফলে দাম কমে এসেছে। আগামী বছরের জন্য আলু সরকারিভাবে মজুত করা হবে, যাতে বাজারে কোনো ধরনের অস্থিরতা না ঘটে।
নতুন স্মার্ট কার্ডের মাধ্যমে টিসিবির পণ্য বিতরণের এই উদ্যোগ জনগণের জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ, যা কেবল সুবিধাভোগীদের জন্য নয়, পুরো দেশের বাজার ব্যবস্থার জন্য একটি ইতিবাচক পরিবর্তন নিয়ে আসবে বলে আশা করা হচ্ছে। সরকারের এসব উদ্যোগ বাজারের স্বচ্ছতা, সুষ্ঠু বন্টন ও মূল্য স্থিতিশীলতা নিশ্চিত করবে।
![স্মার্ট কার্ডে টিসিবির পণ্য বিক্রি শুরু](https://i.vatbondhu.com/images/original/2024/04/22/20240422145104_original.png)