ঢাকা বুধবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৫ - ৬:৫৭:০৯ পিএম

সয়াবিন তেলের দাম বাড়লেও স্বাভাবিক হয়নি সরবরাহ

২১ ডিসেম্বর, ২০২৪ | ১১:২ এএম

সয়াবিন তেলের দাম বাড়লেও স্বাভাবিক হয়নি সরবরাহ

ছবি: সংগ্রহ

বাংলাদেশে সয়াবিন তেলের সংকট আরও তীব্র হয়েছে, যদিও সরকার দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছিল। ৯ ডিসেম্বর সরকারের সিদ্ধান্তে প্রতি লিটারে তেলের দাম ৮ টাকা বাড়ানো হয়। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, বোতলজাত সয়াবিন তেলের দাম ১৭৫ টাকা এবং খোলা তেলের দাম ১৫৭ টাকা নির্ধারণ করা হয়। তবে, এই মূল্যবৃদ্ধি সত্ত্বেও বাজারে তেলের সরবরাহ পরিস্থিতি উন্নত হয়নি।

 

খুচরা বিক্রেতারা অভিযোগ করেছেন, তারা অর্ডার ও অগ্রিম টাকা দিয়েও সয়াবিন তেল পাচ্ছেন না। এমনকি তেল দেওয়ার জন্য কোম্পানিগুলো অন্য পণ্য কিনতে বাধ্য করছে। গ্রাহকরাও বলছেন, তারা বাজারে ১০টি দোকান ঘুরলেও তেল পাচ্ছেন না, এবং যারা পাচ্ছেন, তাদের কাছ থেকে দাম বেশি নেয়া হচ্ছে বা অন্যান্য পণ্য না কিনলে তেল বিক্রি হচ্ছে না।


মিরপুর ১ নম্বর কাঁচাবাজারের নোয়াখালী জেনারেল স্টোরের বিক্রেতা বাবুল আহমেদ বলেন, "আমি ১৫ দিন আগে অর্ডার ও অগ্রিম টাকা দিয়েছি, তারপরও ৩ কার্টন তেল পেয়েছি। কিন্তু তেল পাওয়ার জন্য আমাকে ১০ হাজার টাকা দিয়ে অন্যান্য পণ্য কেনা হয়েছে।" একই বাজারের ফারজানা ভ্যারাইটিজ স্টোরের বিক্রেতা ফজলুর রহমান জানান, "ডিলাররা বলছে, তেল নেই। তাই আমরা কীভাবে তেল পাবো?"


বাজারে আসা ক্রেতারা বলেন, "দশ দোকান ঘুরলে এক দোকানে তেল পাওয়া যায়, আবার সেখানেও দাম বেশি।" তারা আরও বলেন, "তেল না পেলেও পণ্য কিনতে বাধ্য করছি। দাম বাড়ানোর পরেও তেল পাচ্ছি না, আর যাদের কাছে তেল আছে, তারা বেশি দাম নিচ্ছে।"

 

বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ৯ ডিসেম্বর এক ব্রিফিংয়ে তেলের দাম বাড়ানোর ঘোষণা দেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশীরউদ্দিন। তিনি জানান, দাম বাড়ানোর পরেও বাজারে তেলের সরবরাহে কোনও কার্যকর পরিবর্তন হয়নি, যা ক্রেতাদের জন্য বিপদজনক হয়ে দাঁড়িয়েছে।

 

এ পরিস্থিতিতে সয়াবিন তেলের সংকটের মোকাবিলায় আরও কার্যকর পদক্ষেপের প্রয়োজনীয়তা প্রকাশ পেয়েছে।

সয়াবিন তেলের দাম বাড়লেও স্বাভাবিক হয়নি সরবরাহ