ভ্যাট বন্ধু নিউজ প্রতিবেদক
৮ মে, ২০২৪ | ৯:২৭ এএম
অনলাইন সংস্করণ
হালদায় নমুনা ডিম ছেড়েছে মা মাছ
৮ মে, ২০২৪ | ৯:২৭ এএম
![হালদায় নমুনা ডিম ছেড়েছে মা মাছ](https://i.vatbondhu.com/images/original-webp/2024/05/08/20240508092742_original_webp.webp)
হালদা নদীতে কিছু নমুনা ডিম ছেড়েছে কার্পজাতীয় মা মাছ। মঙ্গলবার ভোরে নমুনা ডিম ছাড়ে মা মাছ। নমুনা ডিম ছাড়ার তথ্য নিশ্চিত করে জেলা মৎস্য কর্মকর্তা শ্রীবাস চন্দ্র বলেন, মঙ্গলবার ভোরে কিছু নমুনা ডিম ছেড়েছে। মঙ্গলবার রাতে ঝড়-বৃষ্টি হলে আরও ডিম ছাড়বে। প্রতি বছরের মতো এবারও রুই, মৃগেল, কাতলা ও কালিবাউশ চার প্রজাতির মা মাছ নমুনা ডিম ছেড়েছে।
স্থানীয়রা জানান, প্রতি বছর এপ্রিল মাসের শেষ অংশ থেকে জুন পর্যন্ত মা মাছ ডিম ছাড়ে। মঙ্গলবার ভোরে হালদা নদীর আজিমের ঘাট থেকে অঙ্কুরীঘোনা এলাকায় মা মাছ নমুনা ডিম ছেড়েছে। ইতিমধ্যে ডিম সংগ্রহের আশায় হালদাপাড়ে জড়ো হয়েছে প্রচুর জেলে। অনেকে নৌকা নিয়ে নদীতে অপেক্ষা করছেন ডিম সংগ্রহের জন্য।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হালদা রিভার রিসার্চ ল্যাবরেটরির কো-অর্ডিনেটর অধ্যাপক মো. মনজুরুল কিবরিয়া বলেন, মঙ্গলবার ভোরে হালদা নদীর রাউজান উপজেলা অংশের মইশকরম এলাকাসহ বিভিন্ন অংশে ডিম ছেড়েছে মা মাছ। নৌকায় অবস্থান নিয়ে জেলেরা মাছও সংগ্রহ করেছেন।
জেলা মৎস্য কর্মকর্তারা জানান, প্রতি বছরের মতো ডিম সংগ্রহের জন্য এবারও শতাধিক ডিম সংগ্রহকারী নদীতে অপেক্ষমাণ। সংগ্রহ করা ডিম পোনা উৎপাদনের জন্য চারটি হ্যাচারি প্রস্তুত রাখা হয়েছে। বেসরকারি সংস্থার কিছু হ্যাচারি প্রস্তুত আছে। সংগ্রহ করা ডিম থেকে পোনা উৎপাদনে কোনো সমস্যা হবে না।
প্রসঙ্গত, চট্টগ্রামের রাউজান ও হাটহাজারী উপজেলার বড় অংশজুড়ে রয়েছে হালদা নদী। এই নদীকে বলা হয় প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র। প্রতি বছর এপ্রিলের মাঝামাঝি থেকে জুন পর্যন্ত ডিম ছাড়ে মা মাছ। পরে হ্যাচারিতে উৎপাদিত পোনা বিক্রি হয় বিভিন্ন স্থানে। বর্তমানে একশ্রেণির জেলের কারণে প্রায়ই মা মাছ শিকারের ঘটনা ঘটছে। এ জন্য প্রাকৃতিক এ মৎস্য প্রজননক্ষেত্র পড়েছে হুমকির মুখে।
![হালদায় নমুনা ডিম ছেড়েছে মা মাছ](https://i.vatbondhu.com/images/original/2024/04/22/20240422145104_original.png)