ভ্যাট বন্ধু নিউজ প্রতিবেদক
৭ ফেব্রুয়ারি, ২০২৫ | ৭:২০ এএম
অনলাইন সংস্করণ
হাসিনা ইস্যুতে ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে তলব
৭ ফেব্রুয়ারি, ২০২৫ | ৭:২০ এএম
![হাসিনা ইস্যুতে ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে তলব](https://i.vatbondhu.com/images/original-webp/2025/02/06/20250206211213_original_webp.webp)
ছবি: সংগ্রহ
বাংলাদেশ সরকার ভারত সরকারের কাছে তীব্র প্রতিবাদ জানিয়েছে। আজ বৃহস্পতিবার ঢাকায় ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনার পবন বাধেকে তলব করে পররাষ্ট্র মন্ত্রণালয়। বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ভারতের কাছে অনুরোধ করা হয়েছে, আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার ভারতে বসে দেওয়া ভাষণ ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত তার উসকানিমূলক বক্তব্য বন্ধ করতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে।
বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, শেখ হাসিনার বিভিন্ন মিথ্যা, বানোয়াট মন্তব্য ও উসকানিমূলক বিবৃতি দেশের জন্য অস্থিতিশীলতা সৃষ্টি করছে। এসব বিবৃতি বাংলাদেশের জনগণের অনুভূতিতে আঘাত হানছে এবং দুই দেশের মধ্যে সুস্থ সম্পর্ক স্থাপনে বাধা সৃষ্টি করছে। পররাষ্ট্র মন্ত্রণালয় ভারত সরকারকে অবিলম্বে পারস্পরিক শ্রদ্ধা ও বোঝাপড়ার ভিত্তিতে কার্যকর ব্যবস্থা নিতে অনুরোধ করেছে।
এদিকে, আজ বিকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেন, শেখ হাসিনাকে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ অন্যান্য প্ল্যাটফর্মে এমন উসকানিমূলক বক্তব্য প্রদান থেকে বিরত রাখতে ভারত সরকারকে অনুরোধ জানানো হয়েছে। তিনি আরও জানান, শেখ হাসিনার এই ধরনের কর্মকাণ্ডকে বাংলাদেশের প্রতি শত্রুতামূলক হিসেবে বিবেচনা করা হচ্ছে, যা দুই দেশের সম্পর্কের জন্য ক্ষতিকর। এ বিষয়ে ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে প্রতিবাদলিপি হস্তান্তর করা হয়েছে।
- ট্যাগ সমূহঃ
- হাসিনা ইস্যুতে
- ভারতের
- ভারপ্রাপ্ত
- হাইকমিশনারকে
- তলব
![হাসিনা ইস্যুতে ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে তলব](https://i.vatbondhu.com/images/original/2024/04/22/20240422145104_original.png)