ঢাকা বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৫ - ২:৩৭:৫৭ পিএম

ভ্যাট বন্ধু নিউজ প্রতিবেদক

২৭ এপ্রিল, ২০২৪ | ৩:৩৮ পিএম

অনলাইন সংস্করণ

হিট অফিসারের পরামর্শে শহরে কৃত্রিম বৃষ্টি তৈরি করবে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন

সিটি কর্পোরেশনের স্প্রে কামান গাড়ি ব্যবহার করে ঢাকার বিভিন্ন রাস্তায় কৃত্রিম বৃষ্টি তৈরি করা হবে।

২৭ এপ্রিল, ২০২৪ | ৩:৩৮ পিএম

হিট অফিসারের পরামর্শে শহরে কৃত্রিম বৃষ্টি তৈরি করবে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন

চলমান তাপপ্রবাহ থেকে নগরবাসীকে কিছুটা স্বস্তি দিতে চিফ হিট অফিসারের পরামর্শে শহরের বিভিন্ন রাস্তায় কৃত্রিম বৃষ্টি তৈরি করা হবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম।

 

আজ (২৭ এপ্রিল) আগারগাঁওয়ে পানি ছিটানো কার্যক্রম পরিদর্শন শেষে তিনি বলেন, "চিফ হিট অফিসারের বিভিন্ন সুপারিশের ভিত্তিতে আমরা ব্যবস্থা নিচ্ছি। আমরা সিটি কর্পোরেশনের স্প্রে কামান গাড়ি ব্যবহার করে ঢাকার বিভিন্ন রাস্তায় কৃত্রিম বৃষ্টি তৈরি করব।"

 

তিনি আরো বলেন, "আমাদের দুটো স্প্রে মেশিন আছে। এগুলো রাস্তায় ঘুরে বেড়াবে এবং সকাল ১১ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত কৃত্রিম বৃষ্টি তৈরি করবে। প্রতিটি গাড়ি প্রতিদিন প্রায় ৪ লাখ লিটার পানি স্প্রে করতে পারে।"

 

মেয়র আতিক বলেন, "যেসব রাস্তায় এ বড় গাড়ি প্রবেশ করতে পারবে না সেই অলিগলির রাস্তায় পানি ছেটানোর গাড়িগুলো পানি ছেটাবে। এমন গাড়ি আছে ১০টি। এতোদিন নির্দিষ্ট কিছু এলাকাতে স্বল্প পরিসরে এ কার্যক্রম চললেও এখন এই হিটওয়েভের সময়ে নিয়মিত চলবে।"

 

এক সপ্তাহের মধ্যে পার্ক ও খেলার মাঠে কৃত্রিম বৃষ্টির ব্যবস্থা করতে কর্মকর্তাদের নির্দেশ দেয়া হয়েছে বলেও উল্লেখ করেছেন মেয়র।

 

তিনি আরো জানিয়েছেন, ঢাকা উত্তরের বিভিন্ন এলাকায় ২০০টি ভ্যান খাবার পানি বিতরণ করবে। প্রতি ওয়ার্ডে তিনটি ভ্যান থাকবে। এই ভ্যানগুলো পার্ক এবং খেলার মাঠের কাছে পানি সরবরাহ করবে। উদ্যোগটি আজ থেকে শুরু হয়েছে।

 

তিনি নগরীর বাসিন্দাদের প্রতি তাদের বাড়ির আশেপাশের গাছের যত্ন নেওয়ার আহ্বান জানিয়েছেন।

হিট অফিসারের পরামর্শে শহরে কৃত্রিম বৃষ্টি তৈরি করবে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন