ভ্যাট বন্ধু নিউজ প্রতিবেদক
২৩ এপ্রিল, ২০২৪ | ৯:১৫ এএম
অনলাইন সংস্করণ
হিলিতে আলুর দাম কমেছে কেজিতে ৫ টাকা
২৩ এপ্রিল, ২০২৪ | ৯:১৫ এএম
![হিলিতে আলুর দাম কমেছে কেজিতে ৫ টাকা](https://i.vatbondhu.com/images/original-webp/2024/04/23/20240423091518_original_webp.webp)
দিনাজপুরের হিলিতে দেশীয় আলুর দাম কমতে শুরু করেছে। সপ্তাহের ব্যবধানে নিত্য পণ্যটির দাম কেজিতে ৫ টাকা কমেছে। ভারত থেকে আমদানি শুরু ও দেশীয় আলুর সরবরাহ বাড়ায় দাম নিম্নমুখী হয়েছে বলে দাবি ব্যবসায়ীদের।
আরও পড়ুন
গতকাল হিলি বাজার ঘুরে দেখা গেছে, দেশী কাটিনাল জাতের আলু পাইকারিতে ৪০-৪২ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে, কয়েকদিন আগে যা ছিল ৪৫ টাকা। এছাড়া প্রতি কেজি দেশী গুটি আলু বিক্রি হচ্ছে ৫০ টাকা দরে, যা এক সপ্তাহ আগে ছিল ৫৫ টাকা।
হিলি বাজারের আলু বিক্রেতা মনিরুল ইসলাম বলেন, ‘ঈদের পর থেকে আলুর বাজার কিছুটা ঊর্ধ্বমুখী ছিল। তবে এখন পণ্যটির দাম কমতে শুরু করেছে। ঈদ ও নববর্ষ উপলক্ষে হিলিসহ দেশের বিভিন্ন বন্দর দিয়ে আলু আমদানি বন্ধ ছিল। এছাড়া বেশির ভাগ কৃষক কোল্ডস্টোরেজে আলু সংরক্ষণ করেছিলেন। ফলে চাহিদার তুলনায় বাজারে পণ্যটির সরবরাহ কমায় দাম ঊর্ধ্বমুখী হয়েছিল। ঈদের ছুটির পর আবারো আমদানি শুরু হয়েছে। কয়েকদিন পর বোরো ধান কৃষকের ঘরে আসতে শুরু করবে। তাই যেসব কৃষকের ঘরে আলু মজুদ রয়েছে, তারা ঘর খালি করতে আলু বিক্রি শুরু করেছেন। এতে বাজারে সরবরাহ বাড়ায় দাম কমছে।’
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর দিনাজপুরের সহকারী পরিচালক মমতাজ বেগম বলেন, ‘কৃত্রিম সংকট সৃষ্টি করে কেউ যাতে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়াতে না পারে, সে লক্ষ্যে এলাকার বাজারগুলোয় মনিটরিং কার্যক্রম চালাচ্ছি। অভিযোগ পেলে আর্থিক জরিমানাসহ আইনগত ব্যবস্থা নিচ্ছি।’
![হিলিতে আলুর দাম কমেছে কেজিতে ৫ টাকা](https://i.vatbondhu.com/images/original/2024/04/22/20240422145104_original.png)