ঢাকা বুধবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৫ - ৪:৫৪:৪১ পিএম

হিলিতে চালের দাম বেড়েছে কেজিপ্রতি ৩-৪ টাকা

২৭ অক্টোবর, ২০২৪ | ৯:৩৬ এএম

হিলিতে চালের দাম বেড়েছে কেজিপ্রতি ৩-৪ টাকা

ছবি: সংগ্রহীত

দিনাজপুরের হিলিতে এক সপ্তাহের ব্যবধানে চালের দাম বেড়েছে ৩-৪ টাকা। ব্যবসায়ীরা জানান, দেশের বাজারে ধানের দাম তুলনামুলক বেড়ে যাওয়ায় চালের দামও ঊর্ধ্বমুখী। গতকাল হিলি বাজার ঘুরে এসব তথ্য জানা গেছে।


হিলিতে গতকাল আটাশ জাতের চাল কেজিপ্রতি ৫৮-৬০ টাকায় বিক্রি হয়েছে, এক সপ্তাহ আগেও যা ছিল ৫৬ টাকা। এছাড়া গতকাল মিনিকেট জাতের চাল কেজিপ্রতি ৬৬ টাকা থেকে বেড়ে ৬৮ টাকায় বিক্রি হয়েছে। গতকাল হিলিতে স্বর্ণা জাতের চালের কেজিপ্রতি দাম ছিল ৫৬ টাকা, এক সপ্তাহ আগেও যা ছিল ৫২ টাকা।


এ বিষয়ে হিলি বাজারের চাল বিক্রেতা অনুপ বসাক বলেন, ‘মিলাররা চালের দাম বাড়িয়ে দিয়েছে। এর সঙ্গে সমন্বয় রেখে খুচরায় আমাদের চাল বিক্রি করতে হচ্ছে। মিলাররা দাম বাড়ার কারণ হিসেবে ধানের ঊর্ধ্বমুখী দামের কথা উল্লেখ করছেন।’

 

দেশের বাজারে বেশ কয়েক মাস ধরেই ঊর্ধ্বমুখী ছিল চালের বাজার। এছাড়া সাম্প্রতিক বন্যায় ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। এমন অবস্থায় চালের দাম নিয়ন্ত্রণে রাখতে পণ্যটির আমদানি শুল্ক কমিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার।

 

হিলি স্থলবন্দরের চাল আমদানিকারক শহিদুল ইসলাম বলেন, ‘চাল আমদানিতে শুল্ক কমানোর ফলে আমরা ভারতীয় রফতানিকারকদের সঙ্গে চালের দাম ও পড়তা নিয়ে আলোচনা করছি। যদি আমাদের পড়তার মধ্যে পড়ে, সেক্ষেত্রে চাল আমদানি শুরু হবে।’

 

হিলি স্থলবন্দরের চাল আমদানিকারক দিনেশ পোদ্দার বলেন, ‘দেশে ডলার সংকট থাকায় ব্যাংকগুলোয় এলসি খুলতে অসুবিধার মুখোমুখি হতে হচ্ছে। বিল পেমেন্টের সময় ডলার রেট বেড়ে যাচ্ছে। এমন অবস্থায় ভারত থেকে চাল আমদানিতে পড়তা হওয়ার কোনো সুযোগ নেই।’

 

হিলি স্থলবন্দর উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের উপপরিচালক জাহাঙ্গীর আলম প্রামাণিক বলেন, ‘হিলি স্থলবন্দর দিয়ে সর্বশেষ ২০২৩ সালের ৩০ মার্চ চাল আমদানি হয়েছিল। এর পর থেকে বন্দর দিয়ে চাল আমদানি বন্ধ রয়েছে। সরকার পণ্যটির আমদানি শুল্ক কমানোয় আবারো আমদানিকারকদের মধ্যে চাল আমদানিতে আগ্রহ বেড়েছে। তবে এখনো নতুন করে কোনো ইমপোর্ট পারমিট ইস্যু করা হয়নি। ইমপোর্ট ইস্যু করা হলে আমদানিকারকরা চাল আমদানি শুরু করবেন। তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে নমুনা সংগ্রহ করে পরীক্ষা করে ছাড়পত্র প্রদান করা হবে। হিলি স্থলবন্দর উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের পক্ষ থেকে চাল আমদানিতে কোনো প্রকার বাধা নেই।’

 

হিলিতে চালের দাম বেড়েছে কেজিপ্রতি ৩-৪ টাকা