ঢাকা বুধবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৫ - ৫:৫৫:৪১ এএম

ভ্যাট বন্ধু নিউজ প্রতিবেদক

২৫ নভেম্বর, ২০২৪ | ৪:১০ পিএম

অনলাইন সংস্করণ

হিলি বন্দর দিয়ে আলু আমদানিতে বাধা, একদিনে দাম বেড়েছে ১২ টাকা

২৫ নভেম্বর, ২০২৪ | ৪:১০ পিএম

হিলি বন্দর দিয়ে আলু আমদানিতে বাধা, একদিনে দাম বেড়েছে ১২ টাকা

ছবি: সংগ্রহীত

সোমবার (২৫ নভেম্বর) থেকে সার্ভার সমস্যার কারণে হিলি স্থলবন্দর দিয়ে ভারতীয় আলু আমদানি বন্ধ রয়েছে। এই অজুহাতে আমদানিকারকরা আলুর দাম কেজিতে ১০-১২ টাকা পর্যন্ত বাড়িয়ে দিয়েছেন বলে পাইকারদের অভিযোগ।

 


এক দিনের ব্যবধানে হিলি বন্দরের মোকামে ভারতীয় আলুর দাম ৫৫-৫৭ টাকা থেকে বেড়ে ৬৬-৬৮ টাকায় পৌঁছেছে। পাইকার আরিফুর রহমান বলেন, "গতকাল যে আলু ৫৫ টাকায় কিনেছি, আজ সেটি ৬৬ টাকায় বিক্রি করছেন আমদানিকারকরা। এটি আমাদের জন্য বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে।"

 

 

সরকার আমদানি শুল্ক কমানোর মাধ্যমে আলুর সরবরাহ বৃদ্ধি করলেও খুচরা বাজারে এর ইতিবাচক প্রভাব দেখা যায়নি। গত দুই দিনে ১৬৪ ট্রাক আলু আমদানি হলেও তখন দাম কমেনি।

 


হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক গ্রুপের সভাপতি সাখাওয়াত হোসেন শিল্পী জানান, "ভারতের অভ্যন্তরে আলুর দাম বৃদ্ধির কারণে হিলি বন্দরে এর প্রভাব পড়েছে। তবে দুই-একদিনের মধ্যেই দাম স্বাভাবিক হয়ে আসবে।"

সরকার ও সংশ্লিষ্টদের কাছে আলুর দাম সহনীয় রাখতে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন পাইকারি ব্যবসায়ীরা।

হিলি বন্দর দিয়ে আলু আমদানিতে বাধা, একদিনে দাম বেড়েছে ১২ টাকা