ঢাকা বুধবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৫ - ৯:২৭:২৬ পিএম

হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ

২৫ ডিসেম্বর, ২০২৪ | ১২:১২ পিএম

হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ

ছবি: সংগ্রহ

খ্রিস্টান সম্প্রদায়ের বড়দিন উপলক্ষে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রয়েছে। আজ বুধবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই কার্যক্রম বন্ধ থাকবে। তবে, পাসপোর্টধারী যাত্রীদের চলাচল স্বাভাবিক রয়েছে এবং তাদের ভ্রমণ কোন বাধায় পড়ছে না।

 

বাংলাহিলি সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শাহীনুর রেজা জানিয়েছেন, ভারতীয় পণ্য খালাস ট্রাকগুলি বর্তমানে নিজেদের দেশে ফিরে যেতে পারবে।

 

তিনি জানান, ভারতের সিএন্ডএফ এজেন্টদের মৌখিকভাবে এই তথ্য জানানো হয়েছে। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সকাল থেকে পুনরায় আমদানি-রপ্তানি কার্যক্রম চালু হবে।

 

হিলি ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুল ইসলাম জানান, বড়দিন উপলক্ষে আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্টধারী যাত্রীদের চলাচল স্বাভাবিক রয়েছে। তিনি আরও বলেন, "আমরা সব ধরনের পাসপোর্ট যাচাইপূর্বক দুই দেশের মধ্যে যাত্রীদের ভ্রমণ নিশ্চিত করছি।"

 

 

এখনও পর্যন্ত দুই দেশের মধ্যে পাসপোর্টযাত্রীদের চলাচলে কোনো সমস্যা হয়নি এবং এটি আগামীকালও অব্যাহত থাকবে।

হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ