ভ্যাট বন্ধু নিউজ প্রতিবেদক
১৭ নভেম্বর, ২০২৪ | ৯:৩১ এএম
অনলাইন সংস্করণ
হিলি স্থলবন্দর দিয়ে আলু আমদানির পরিমাণ বাড়ছে, কমছে দাম
১৭ নভেম্বর, ২০২৪ | ৯:৩১ এএম
ছবি: সংগ্রহীত
দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে আলু আমদানির ধারা অব্যাহত রয়েছে। চাহিদার তুলনায় সরবরাহ বেশি থাকায় পাইকারি বাজারে আলুর দাম কমেছে। হিলি স্থলবন্দর কার্যালয়ের তথ্য অনুযায়ী, বর্তমানে বন্দর দিয়ে ডায়মন্ড সাদা ও লাল কাটিনাল জাতের আলু আমদানি হচ্ছে।
ডায়মন্ড সাদা আলু এখন বন্দর এলাকায় প্রতি কেজি বিক্রি হচ্ছে ৪৪-৪৫ টাকায়, যা আগের তুলনায় ৪-৫ টাকা কম। লাল কাটিনাল জাতের আলুর দাম কমে প্রতি কেজি ৫২-৫৩ টাকায় এসেছে, যা আগে ছিল ৫৬-৫৭ টাকা।
আমদানির খরচ:
হিলি স্থলবন্দরের আমদানিকারক শাহাবুল ইসলাম জানান, ভারতে আলুর মূল্য কেজি প্রতি ৩০-৩১ রুপি। এতে শুল্ক ও অন্যান্য খরচ যোগ করে আলু প্রতি কেজি তাদের ৫২ টাকায় পড়ছে। সাদা আলু তুলনামূলক কম দামে বিক্রি হচ্ছে, যা পাইকারি বাজারে চাহিদা তৈরি করেছে।
বাজারের প্রভাব:
বন্দরে আলু কিনতে আসা ব্যবসায়ী আইয়ুব হোসেন বলেন, ‘‘আমদানিকৃত আলুর চাহিদা মোকামে ভালো। পাইকারি দামে কমে যাওয়ায় খুচরা বাজারেও এর ইতিবাচক প্রভাব পড়তে পারে।’’
আমদানি পরিসংখ্যান:
হিলি স্থল শুল্ক স্টেশনের রাজস্ব কর্মকর্তা শফিউল আলম জানান, ২ থেকে ১৪ নভেম্বর পর্যন্ত বন্দর দিয়ে ৪৫৪টি ট্রাকে ১১,৬৯৫ টন আলু আমদানি হয়েছে। বর্তমানে প্রতিদিন গড়ে ২৫-৭০ ট্রাক আলু আসছে। পচনশীল পণ্য হওয়ায় দ্রুত খালাসের জন্য কাস্টমস বিশেষ ব্যবস্থা নিয়েছে।
শুল্ক হ্রাসের প্রভাব:
দেশীয় বাজারে দাম নিয়ন্ত্রণে রাখতে গত ৫ সেপ্টেম্বর আলুর আমদানি শুল্ক ১৫ শতাংশে নামিয়ে আনে অন্তর্বর্তী সরকার। পূর্বে এটি ছিল ২৫ শতাংশ। পাশাপাশি নিয়ন্ত্রণমূলক শুল্কও প্রত্যাহার করা হয়েছে। এর ফলে আলু আমদানি উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে।
সরবরাহ বাড়ার পাশাপাশি শুল্ক হ্রাসের কারণে আলুর পাইকারি দাম কমে এসেছে, যা বাজার স্থিতিশীল রাখতে সহায়তা করছে।