ভ্যাট বন্ধু নিউজ প্রতিবেদক
২৫ জানুয়ারি, ২০২৫ | ১১:২৪ এএম
অনলাইন সংস্করণ
হে সূর্য সন্তান, হাল ছেড়ো না বন্ধু কন্ঠ ছাড়ো জোরে: আহসান হাবিব
২৫ জানুয়ারি, ২০২৫ | ১১:২৪ এএম
ছবি: ভ্যাটবন্ধু নিউজ
হে সূর্য সন্তান
হাল ছেড়ো না বন্ধু কন্ঠ ছাড়ো জোরে....
আরও পড়ুন
আমরা আজ কোথায় দাঁড়িয়ে আছি, সাদাকে সাদা কালোকে কালো বলার ক্ষমতা হারিয়ে ফেলেছি, এই নিস্তব্ধতার কি কোন ভাষা আছে? চাইলেও কি আজ কেও মনের কথা বলতে পারবে, মৃত্যুকে এত কাছ থেকে দেখেও জীবনের উদ্দেশ্য নিয়ে কেন আমরা উদাসীন! থাকা-খাওয়া মাথাগোঁজার ঠাঁই কি জীবনের সব ?
নানান কিসিমের নেশায় মানুষ আজ পতিত ! কেউবা মাদকাসক্ত, কেউবা ফেসবুকাসক্ত, কেউবা সেলফি বাজ,কেউবা শোডাউন কারি, কেউবা মিডিয়ায় ব্যক্তিত্বহীন টকশো কারি, কেউবা জুয়ায় আসক্ত, কেউবা অকর্মঠ, কারো আমার সম্পদের আসক্তি,কারো আবার পরস্ত্রীকাতরতা, কেউবা পরকীয়ায় লিপ্ত, কারো আবার ক্ষমতার দম্ভ, কেউ আবার ঘুষখোর, কেউবা সুদ কারবারি, কেউ আবার ঠিকাদারের নামে মহাচোর, কেউ আবার জুলুমকারী আইন প্রয়োগকারী, কেউ আবার মজুদদারের চোরাকারবারি, কেউবা কমিশনখোর চিকিৎসক,কেউবা বিবেকহীন দর্শক, এত কিছুর মধ্যে সর্বশ্রেষ্ঠ কে জানেন ? অসৎ রাজনৈতিক নেতা ! কারণ রাজনৈতিক উদ্দেশ্যহীনতায় নিয়েই নেতারাই জনসম্মুখে, সবাই এদের আমরা মনে মনে গালি দেই, তুলোধোনা করি, চুলচেরা বিশ্লেষণ করি! একবার কি আমরা আয়নাতে নিজের মুখটি দেখেছি? নিজেরা কতটা কাপুরুষতার , বিশ্বাসঘাতক ও স্বার্থপর ! তা না হলে কি আমরা ত্যাগের ও আদর্শের রাজনীতির লাটাই দুষ্ট চক্রের হাতে ছেড়ে দিতাম ? রাজনীতি যে সবকিছু চালিকাশক্তি এখনো কি বুঝে উঠতে পারছিনা ! শক্তিশালী এই মাঠটিতে ত্যাগী ও আদর্শ খেলোয়াড়ের বড়ই অভাব !
- ট্যাগ সমূহঃ
- আহসান হাবিব
- সূর্য সন্তান
- বন্ধু