ভ্যাট বন্ধু নিউজ প্রতিবেদক
২৪ জানুয়ারি, ২০২৫ | ৪:৩০ পিএম
অনলাইন সংস্করণ
এ সম্পর্কিত আরো খবর
হোয়াইট হাউসে ফিরে প্রথম সাক্ষাৎকারে ১১টি মিথ্যা বলেছেন ট্রাম্প
২৪ জানুয়ারি, ২০২৫ | ৪:৩০ পিএম
![হোয়াইট হাউসে ফিরে প্রথম সাক্ষাৎকারে ১১টি মিথ্যা বলেছেন ট্রাম্প](https://i.vatbondhu.com/images/original-webp/2025/01/24/20250124103417_original_webp.webp)
ছবি: সংগ্রহ
দ্বিতীয়বারের মতো প্রেসিডেন্ট হয়ে হোয়াইট হাউসে ফিরেছেন ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বুধবার ওভাল অফিসে বসে প্রেসিডেন্ট হিসেবে দিয়েছেন প্রথম সাক্ষাৎকার। দেশটির সংবাদ মাধ্যম সিএনএন বলছে, ফক্স নিউজের সঞ্চালক ও ট্রাম্প–সমর্থক শন হ্যানিটিকে দেওয়া ওই সাক্ষাৎকারে ১১টি মিথ্যা তথ্য দিয়েছেন।
প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার আগে থেকেই তিনি এসব মিথ্যা বলে আসছেন। এর মধ্যে ২০২০ ও ২০২৪ সালের নির্বাচন, অভিবাসন ও ২০২১ সালের ৬ জানুয়ারির দাঙ্গার মতো বিষয়গুলো রয়েছে।
ক্যাপিটলে দাঙ্গা
সাক্ষাৎকারে ক্যাপিটলে নিজ সমর্থকদের দাঙ্গার বিষয়ে মিথ্যা তথ্য দিয়েছেন ট্রাম্প। তার দাবি, হাউসের নির্বাচিত যে কমিটি এ ঘটনার তদন্ত করেছিল, তারা সব তথ্য মুছে দিয়েছে। সংশ্লিষ্ট কোনো তথ্যই তারা সংরক্ষণ করেনি। বরং তারা যেসব তথ্য সংগ্রহ করেছিল, তার কোনো সত্যতা ছিল না।
তবে ফ্যাক্টচেক ডটওআরজির তথ্য বলছে, ওই কমিটি তাদের ৮০০ পাতার চূড়ান্ত প্রতিবেদন প্রকাশ করেছিল, যেখানে ১৪০ জনের সাক্ষ্যপ্রমাণও ছিল।
পেলোসির সংশ্লিষ্টতা
ট্রাম্প একাধিকবার বলেছেন, সাবেক হাউস স্পিকার ন্যানসি পেলোসি স্বীকার করেছেন, ট্রাম্প তাকে ১০ হাজার সেনা দিয়ে ৬ জানুয়ারির আগে সহায়তা করতে চেয়েছিলেন। এ–সংক্রান্ত ফুটেজ পেলোসির মেয়ের কাছে রয়েছে। কিন্তু ফুটেছে এ–সংক্রান্ত কোনো বিষয় নেই। পেলোসি বারবার অস্বীকার করেছেন, এবং বলেছেন, ট্রাম্পের এমন কোনো প্রস্তাব তিনি গ্রহণ করেননি।
নির্বাচন
গত বছরের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে তরুণ ভোটারদের নিয়ে মিথ্যা তথ্য প্রচার করছেন ট্রাম্প। তিনি বলছেন, তিনি ৩৬ শতাংশ তরুণ ভোটারের সমর্থন পেয়েছেন। কিন্তু বিভিন্ন জরিপ সে কথা বলছে না।
২০২০ সালে ভোট
২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনে মোট প্রাপ্ত ভোট নিয়ে ট্রাম্প বলে আসছেন, ২০২০ সালের নির্বাচনে সাড়ে ৭ কোটি ভোট পেয়েছেন। তবে বাস্তবে ট্রাম্প ৭ কোটি ৪২ লাখ ভোট পেয়েছিলেন।
নির্বাচনের বৈধতা
২০২১ সালের ৬ জানুয়ারি মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে বৈধ হয়নি বলে ক্যাপিটল ভবনে নিজ সমর্থকদের হামলার পক্ষে দাঁড়িয়েছেন ট্রাম্প। তার দাবি, সমর্থকরা জানতেন নির্বাচনে কারচুপি করা হয়েছিল। তারা ভোটের জন্য বিক্ষোভ করছিল।
ডেমোক্র্যাট ও নির্বাচন
সাবেক প্রেসিডেন্ট বাইডেনের প্রশাসনকে নির্বাচনী প্রতারক বলে অ্যাখ্যা দিয়েছেন ট্রাম্প। তিনি বলেন, বাইডেন প্রশাসন শুধু প্রতারণা করতে পারে। কিন্তু ২০২০ সালের স্বচ্ছ নির্বাচনেই বাইডেন ট্রাম্পকে পরাজিত করেছিলেন।
অভিবাসন
অভিবাসন নিয়ে ট্রাম্প অভিযোগ করেন বাইডেন প্রশাসনের অধীনে যুক্তরাষ্ট্রে ২ কোটি ১০ লাখ অভিবাসী ঢুকেছে। কিন্তু গত ডিসেম্বর পর্যন্ত এ সংখ্য ছিল ১ কোটি ১০ লাখ।
কারাগার
ট্রাম্প একাধিকবার দাবি করেছেন, অনেক দেশ তাদের কারাগার খালি করে যুক্তরাষ্ট্রে লোক ঢুকিয়েছে। তিনি এ ক্ষেত্রে ভেনেজুয়েলার দিকে ইঙ্গিত করেন। কিন্তু তার এ দাবির কোনো সত্যতা নেই।
কঙ্গো
ট্রাম্পের আরেক দাবি, কঙ্গো তাদের কারাগার খালি করে যুক্তরাষ্ট্রে বন্দীদের পাঠিয়ে দিয়েছেন। কিন্তু কঙ্গো বলেছে, এ দাবির কোনো ভিত্তি নেই।
ইউক্রেন
২০১৯ সালে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে ফোন করে বাইডেনের বিষয়ে তদন্ত করতে বলেছিলেন ট্রাম্প। ট্রাম্প দাবি করেন, অ্যাডাম স্কিফ নামের ক্যালিফোর্নিয়ার এক ডেমোক্র্যাট সদস্য এ গল্প ফেঁদেছিলেন। এরপর এ নিয়ে স্বরাষ্ট্র দপ্তর তার কথা রেকর্ড করে প্রচার করে। কিন্তু বাস্তবে ট্রাম্প ও জেলেনস্কির কোনো ফোনালাপ এখনো ফাঁস হয়নি।
আয়কর কমানো
ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে বেশি করছাড় দিয়েছিল তার প্রশাসন। কিন্তু বিশেষজ্ঞরা বলছেন, ২০১৭ সালে তিনি যে কর কমিয়েছিলেন, তা ইতিহাসের সবচেয়ে কম ছিল না।
![হোয়াইট হাউসে ফিরে প্রথম সাক্ষাৎকারে ১১টি মিথ্যা বলেছেন ট্রাম্প](https://i.vatbondhu.com/images/original/2024/04/22/20240422145104_original.png)