ঢাকা বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৫ - ১১:৩৫:৪৬ এএম

ভ্যাট বন্ধু নিউজ প্রতিবেদক

১৩ ফেব্রুয়ারি, ২০২৫ | ২:২২ পিএম

অনলাইন সংস্করণ

১০ মিনিটে পাওয়া যাবে অন-অ্যারাইভাল ভিসা: স্বরাষ্ট্র উপদেষ্টা

১৩ ফেব্রুয়ারি, ২০২৫ | ২:২২ পিএম

১০ মিনিটে পাওয়া যাবে অন-অ্যারাইভাল ভিসা: স্বরাষ্ট্র উপদেষ্টা

ছবি: সংগ্রহ

বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, দেশে বিদেশি নাগরিকদের জন্য অন-অ্যারাইভাল ভিসা পদ্ধতিতে নতুন সিস্টেম চালু করা হয়েছে, যার মাধ্যমে বিদেশিরা মাত্র ১০ মিনিটের মধ্যে ভিসা পেতে পারবেন।

 

 

বৃহস্পতিবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এসবি ইমিগ্রেশন কর্তৃক বিদেশি নাগরিকদের জন্য ভিসা অন অ্যারাইভাল/ট্রানজিট ভিসা আবেদনে অনলাইন অ্যাপ উদ্বোধন এবং পাসপোর্ট ভেরিফিকেশন সহজিকরণ ও পাসপোর্ট আবেদনকারীদের জন্য নতুন কার্যক্রম চালু করা হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে স্বরাষ্ট্র উপদেষ্টা এসব তথ্য তুলে ধরেন।

 

 

তিনি বলেন, "আমাদের দেশে বিশ্বের অনেকগুলো দেশ অন অ্যারাইভাল ভিসা পায়, কিন্তু আগে ভিসা পেতে অনেক সময় লাগত, প্রায় ৪৫ মিনিট বা এক ঘণ্টা। কিন্তু এখন আমরা যে নতুন সিস্টেম চালু করেছি, এতে সেবাগ্রহীতা মাত্র ১০ মিনিটের মধ্যে অন-অ্যারাইভাল ভিসা পেয়ে যাবেন।"

 

 

এ নতুন সিস্টেমের মাধ্যমে, বিদেশিরা অনলাইনে আবেদন করে যাবতীয় তথ্য দিয়ে একটি কোড পাবেন। এই কোড নিয়ে তারা বিমানবন্দরে গেলেই ডলারে পেমেন্ট করলে ৫ থেকে ১০ মিনিটের মধ্যে ভিসা পেয়ে যাবেন। ভিসার মেয়াদ এক মাস থাকবে এবং পেমেন্ট প্রক্রিয়াটি কার্ড এবং ক্যাশ উভয়ভাবেই করা যাবে।

 

 

এছাড়া, পাসপোর্ট ভেরিফিকেশন প্রক্রিয়া সহজ করার জন্য কাজ চলছে। স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, পুলিশ ভেরিফিকেশন প্রক্রিয়া উঠানোর চিন্তা-ভাবনা চলছে, তবে ভেরিফিকেশন থাকলেও পাসপোর্ট পাওয়ার প্রক্রিয়া আরও সহজ করা হবে।

 

 

নতুন এই সিস্টেম চালু হওয়ায় বিদেশি নাগরিকরা বাংলাদেশের প্রবেশের ক্ষেত্রে অনেক বেশি সুবিধা পাবেন এবং সেবা প্রাপ্তির সময়ও অনেক কমে যাবে, যা দেশের ইমিগ্রেশন সেবা ব্যবস্থাকে আরও উন্নত করবে।

১০ মিনিটে পাওয়া যাবে অন-অ্যারাইভাল ভিসা: স্বরাষ্ট্র উপদেষ্টা