ঢাকা বুধবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৫ - ৯:৫০:৪৭ পিএম

১০ হাজার টন মসুর ডাল কিনবে সরকার

১৪ জানুয়ারি, ২০২৫ | ১১:৩০ এএম

১০ হাজার টন মসুর ডাল কিনবে সরকার

ছবি: সংগ্রহ

আগামী রমজান মাসে টিসিবি’র কার্ডধারীদের কাছে ভর্তুকি মূল্যে মসুর ডাল বিক্রি করার লক্ষ্যে সরকার ১০ হাজার মেট্রিক টন মসুর ডাল কেনার সিদ্ধান্ত নিয়েছে। মসুর ডালের এই ক্রয়ে প্রতি কেজি ডালের দাম বাজার দরের তুলনায় ১৭ টাকা ৯ পয়সা কম পড়বে।

 

 

বাণিজ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ১৫ জানুয়ারি সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এই প্রস্তাব উপস্থাপন করা হবে। অনুমোদন পেলে, কারওয়ানবাজারের শবনাম ভেজিটেবল অয়েল থেকে এই মসুর ডাল পবিত্র রমজান উপলক্ষ্যে মার্চ মাসে গ্রহণ করা হবে।

 

 

চলতি অর্থবছরে টিসিবি’র বার্ষিক ক্রয় পরিকল্পনায় ২ লাখ ৮৮ হাজার মেট্রিক টন মসুর ডাল কেনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ইতোমধ্যে ৯২ হাজার ৯৫০ মেট্রিক টন মসুর ডাল কেনার চুক্তি হয়েছে এবং নতুন করে ১০ হাজার মেট্রিক টন মসুর ডাল কেনার জন্য উন্মুক্ত দরপত্র আহ্বান করা হয়েছিল।

 

 

এ দরপত্রে শবনাম ভেজিটেবল অয়েল সর্বনিম্ন দর ৯৭ টাকা ৯১ পয়সা প্রতি কেজি প্রস্তাব করেছে, যা মূল্যায়ন কমিটি অনুযায়ী, মসুর ডাল কেনার জন্য সুপারিশ করা হয়েছে। এ সিদ্ধান্তে মোট ব্যয় হবে ৯৭ কোটি ৯১ লাখ টাকা।

 

 

স্থানীয় বাজারে ২৪ ডিসেম্বর মসুর ডালের গড় খুচরা মূল্য ছিল প্রতি কেজি ১১৫ টাকা, যেখানে সরকারের ক্রয়মূল্য ১৭ টাকা ৯ পয়সা কম হবে। এতে সরকারের জন্য খরচ কম পড়বে এবং মসুর ডালের দাম স্থিতিশীল থাকবে।

 

 

এ বিষয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, আন্তর্জাতিক উৎসের তুলনায় স্থানীয় বাজার থেকে কম দামে মসুর ডাল কেনা সম্ভব হচ্ছে। সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি অনুমোদন দিলে আগামী মার্চ মাসে টিসিবি এই মসুর ডাল সংগ্রহ করবে।

১০ হাজার টন মসুর ডাল কিনবে সরকার