ঢাকা বুধবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৫ - ৩:৫১:৪৯ পিএম

১১৩ কোটি ৬০ লাখ ডলার নিট মুনাফা ইউবিএসের

১৭ আগস্ট, ২০২৪ | ১০:০ পিএম

১১৩ কোটি ৬০ লাখ ডলার নিট মুনাফা ইউবিএসের

ছবি: সংগ্রহ

সুইস ব্যাংকিং জায়ান্ট ইউনিয়ন ব্যাংক অব সুইজারল্যান্ডের (ইউবিএস) দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল-জুন) নিট মুনাফা পূর্বাভাসকে ছাড়িয়ে গেছে। প্রতিষ্ঠানটির বৈশ্বিক সম্পদ ব্যবস্থাপনা ও বিনিয়োগ ব্যাংক ইউনিটগুলোয় আয় বাড়ায় মুনাফাও বেড়েছে। এ সময় কোম্পানিটি ১১৩ কোটি ৬০ লাখ ডলার নিট মুনাফা করেছে, যা এর আগে দেয়া পূর্বাভাস ৫২ কোটি ৮০ লাখ ডলারের তুলনায় দ্বিগুণের বেশি।

 

তবে ইউবিএসের নিট মুনাফা পূর্বাভাস ছাড়িয়ে গেলেও তা প্রথম প্রান্তিকের চেয়ে কম। প্রথম প্রান্তিকে ১৭৫ কোটি ৫০ লাখ ডলার মুনাফা করেছিল প্রতিষ্ঠানটি।

 

ইউবিএসের দ্বিতীয় প্রান্তিকের আয়ও পূর্বাভাসকে ছাড়িয়ে গেছে। এর আগে ১১৫ কোটি ২২ লাখ ডলারের পূর্বাভাস দেয়া হলেও এ সময় কোম্পানিটি আয় করেছে ১১৯ কোটি ৪ লাখ ডলার।

 

ইউবিএস জানিয়েছে, পুঁজিবাজার থেকে আয় বেড়েছে। ফলে নিট সুদহারের কারণে আয় নিম্নমুখী হওয়ার কথা থাকলেও তা হয়নি। যদিও এর আগে প্রতিষ্ঠানটি বলেছিল, ঋণ প্রদান ও আমানত সংগ্রহ কমে যাওয়া এবং সুদহার কম থাকায় আয় কম হতে পারে।

 

ইউবিএসের এক পূর্বাভাসে বলা হয়,”ব্যস্টিক অর্থনীতি এখনো চলমান সংঘাত, অন্যান্য ভূরাজনৈতিক উত্তেজনা ও আসন্ন মার্কিন নির্বাচনের দ্বারা নেতিবাচক প্রভাবিত হতে পারে।”আমরা আশঙ্কা করছি, এ অনিশ্চয়তাগুলো আগামী দিনগুলোয়ও অব্যাহত থাকবে এবং বছরের বাকি সময়ে বাজারে অস্থিতিশীলতা বাড়াতে পারে।

 

ক্রেডিট সুইস ২০২৩ সালের মার্চে আর্থিক কেলেঙ্কারির পর বিপর্যস্ত হয়েছিল। এরপর সেটিকে অধিগ্রহণ করে ইউবিএস। এর প্রায় এক বছর অতিবাহিত হয়েছে। এরই মধ্যে প্রতিষ্ঠানটি অধিগ্রহণের বিশাল প্রক্রিয়া এগিয়ে নিয়েছে এবং একটি শক্তিশালী সম্পদ ব্যবস্থাপনা ইউনিট তৈরি করেছে।

 

ইউবিএস জুলাইয়ের শুরুতে বলেছে, অধিগ্রহণের প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। আলাদা একটি সত্তা হিসেবে ক্রেডিট সুইসের আর অস্তিত্ব নেই।

১১৩ কোটি ৬০ লাখ ডলার নিট মুনাফা ইউবিএসের