ভ্যাট বন্ধু নিউজ প্রতিবেদক
৪ জানুয়ারি, ২০২৫ | ৯:১৫ এএম
অনলাইন সংস্করণ
এ সম্পর্কিত আরো খবর
১২ বছর পর ঢাকায় আসছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী
৪ জানুয়ারি, ২০২৫ | ৯:১৫ এএম
![১২ বছর পর ঢাকায় আসছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী](https://i.vatbondhu.com/images/original-webp/2025/01/04/20250104091501_original_webp.webp)
ছবি: সংগ্রহ
পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার আগামী মাসের প্রথম সপ্তাহে বাংলাদেশ সফর করতে পারেন। এক দিনের এই সফরটি ৫ থেকে ৭ ফেব্রুয়ারি মধ্যে হতে পারে, তবে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছে কূটনৈতিক সূত্র।
পাকিস্তানের সংবাদমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন জানিয়েছে, ইসহাক দারের ঢাকায় আগমন নিশ্চিত হলে এটি হবে এক যুগ পর প্রথমবারের মতো পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর বাংলাদেশ সফর। এর আগে ২০১২ সালের নভেম্বরে পাকিস্তানের তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী হিনা রাব্বানি খার ঢাকায় এসেছিলেন।
বাংলাদেশের কূটনৈতিক সূত্র থেকে জানা গেছে, ইসহাক দার ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে দক্ষিণ-পূর্ব এশিয়ার একটি দেশ সফরের সময় ঢাকা আসার পরিকল্পনা করেছেন। ঢাকা সফরের বিষয়ে পাকিস্তানের হাইকমিশনার সৈয়দ আহমেদ মারুফ গত ১ জানুয়ারি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক ইশরাত জাহানের সঙ্গে আলোচনা করেছেন।
প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের নেতৃত্বে পাকিস্তান বাংলাদেশের সঙ্গে সম্পর্কের উন্নতি সাধনে কার্যক্রম বাড়িয়েছে। ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তন পর থেকে দুই দেশের সম্পর্ক ঘনিষ্ঠ করার উপর গুরুত্ব দেওয়া হচ্ছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ গত সেপ্টেম্বরে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন এবং ডিসেম্বরে কায়রোতে ডি-৮ শীর্ষ সম্মেলনে বাংলাদেশী প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন এবং ইসলামাবাদ সফরের ইচ্ছা প্রকাশ করেন।
বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যে সরাসরি পণ্যবাহী জাহাজ চলাচল শুরু হয়েছে, ভিসার ক্ষেত্রে প্রতিবন্ধকতা কমেছে এবং ব্যবসা-বাণিজ্য বাড়ানোর সম্ভাবনা তৈরি হয়েছে। পাকিস্তানের একটি লো-কস্ট বিমান সংস্থা ফ্লাই জিন্নাহ বাংলাদেশে যাত্রী পরিবহন শুরু করার অনুমতির অপেক্ষায় রয়েছে।
তবে, বাংলাদেশ পাকিস্তান থেকে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা এবং ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় ঘটে যাওয়া গণহত্যার বিষয়গুলো নিয়ে দীর্ঘদিনের অমীমাংসিত সমস্যাগুলোর সমাধান চেয়ে আসছে। গত মাসে কায়রোতে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে সাক্ষাতে অধ্যাপক ইউনূস এই অবস্থান তুলে ধরেছেন।
এই নতুন উদ্যোগের মধ্যে, আগামী জুনে ইসলামাবাদে বাংলাদেশ হাইকমিশনের নির্মাণকাজ শেষ হতে পারে, যার উদ্বোধনের জন্য অধ্যাপক ইউনূসকে ইসলামাবাদে নেওয়ার বিষয়ে পাকিস্তান বিবেচনা করছে।
উল্লেখ্য, ২০০৯ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর দুই দেশের মধ্যে সম্পর্ক কিছুটা টানাপোড়েনের মুখে পড়ে। তবে পররাষ্ট্রসচিব পর্যায়ে ২০১০ সালে বৈঠক হলেও, মানবতাবিরোধী অপরাধের বিচার নিয়ে তিক্ততা বৃদ্ধি পায়।
- ট্যাগ সমূহঃ
- ঢাকায়
- আসছেন
- পাকিস্তানের
- পররাষ্ট্রমন্ত্রী
![১২ বছর পর ঢাকায় আসছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী](https://i.vatbondhu.com/images/original/2024/04/22/20240422145104_original.png)