ঢাকা বুধবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৫ - ১০:০৯:৩৬ পিএম

১৫০ কোটি টাকা পাচ্ছেন জুলাই আন্দোলনে আহতরা

১৯ জানুয়ারি, ২০২৫ | ১০:৩০ এএম

১৫০ কোটি টাকা পাচ্ছেন জুলাই আন্দোলনে আহতরা

ছবি: সংগ্রহ

২০২৪-২৫ অর্থবছরের বাজেট থেকে জুলাই গণঅভ্যুত্থানে আহতদের চিকিৎসা অনুদান বাবদ ১৫০ কোটি টাকা বরাদ্দ করেছে সরকার। মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের চিঠি থেকে এই তথ্য জানা গেছে।

 

 

১৫ জানুয়ারি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের চিফ অ্যাকাউন্টস অ্যান্ড ফিন্যান্স অফিসারের কাছে উপসচিবের পাঠানো চিঠিতে বলা হয়, এই আর্থিক মঞ্জুরি চলতি অর্থবছরে 'অপ্রত্যাশিত ব্যয় ব্যবস্থাপনা খাত' থেকে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের অনুকূলে অনুমোদন দেওয়া হয়েছে। এতে ২৩২ কোটি ৬০ লাখ টাকা থেকে ১৫০ কোটি টাকা জুলাই গণঅভ্যুত্থানে আহতদের চিকিৎসার জন্য বরাদ্দ করা হয়েছে।

 

 

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় আহতদের চিকিৎসা সহায়তা চারটি ক্যাটাগরিতে বিভক্ত করেছে, ক্যাটাগরি ‘এ’: এক হাজার ব্যক্তি, প্রতিজন দুই লাখ টাকা করে, মোট ২০ কোটি টাকা। ক্যাটাগরি ‘বি’: তিন হাজার ব্যক্তি, প্রতিজন এক লাখ টাকা করে, মোট ৩০ কোটি টাকা। ক্যাটাগরি ‘সি’: চার হাজার ব্যক্তি, প্রতিজন এক লাখ টাকা করে, মোট ৪০ কোটি টাকা। ক্যাটাগরি ‘ডি’: সাত হাজার ব্যক্তি, প্রতিজন ৫০ হাজার টাকা করে, মোট ৩৫ কোটি টাকা।

 


এছাড়া, শহীদ পরিবারের সহায়তা দেওয়ারও ব্যবস্থা করা হয়েছে। সরকারের এই পদক্ষেপে আহতরা প্রয়োজনীয় চিকিৎসা সহায়তা পাবেন, যা তাদের পুনরুদ্ধারে সহায়ক হবে।

১৫০ কোটি টাকা পাচ্ছেন জুলাই আন্দোলনে আহতরা