ঢাকা বুধবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৫ - ১০:৩৪:১৫ পিএম

১৫ আগস্ট থেকে চলবে ট্রেন

১২ আগস্ট, ২০২৪ | ৯:১৫ এএম

১৫ আগস্ট থেকে চলবে ট্রেন

ছবি: সংগ্রহ

শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে দেশজুড়ে সহিংসতার প্রেক্ষাপটে তিন সপ্তাহের বেশি বন্ধ থাকার পর সারাদেশে আবার ট্রেন চলাচল শুরু হচ্ছে। বৃহস্পতিবার (১৫ আগস্ট) থেকে দেশের বিভিন্ন রুটে সব ধরনের আন্তঃনগর ট্রেন চলাচল শুরু হবে। এর আগে সোমবার থেকে মালবাহী এবং মঙ্গলবার থেকে লোকাল ও কমিউটার ট্রেন চলবে।

 

অনলাইনে ট্রেনের আগাম টিকেট বিক্রির জন্য উন্মুক্ত করা হবে সোমবার বিকাল ৫টা থেকে। রোববার (১১ আগস্ট) রেলভবনে এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সাংবাদিকদের জানিয়েছেন রেলওয়ের জনসংযোগ শাখার পরিচালক নাহিদ হাসান খান। তিনি বলেন, ১২ আগস্ট সোমবার মালবাহী ট্রেন, ১৩ আগস্ট থেকে মেইল লোকাল, এক্সপ্রেস ও কমিউটার এবং ১৫ অগাস্ট থেকে সব ধরনের আন্তঃনগর ট্রেন চলাচল শুরু করবে।

 

এদিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ঘিরে দুটি স্টেশন ক্ষতিগ্রস্ত হওয়ায় বন্ধ হয়ে যাওয়া মেট্রোরেল আগামী ১৭ আগস্ট শনিবার থেকে ফের চালু হবে। তবে আন্দোলনে ক্ষতিগ্রস্ত মিরপুর-১০ ও কাজীপাড়া স্টেশন আপাতত বন্ধ থাকবে। রোববার বিকেলে এক বৈঠকে এ নির্দেশনা দেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

 

সড়ক পরিবহন মন্ত্রণালয় সূত্র জানায়, রোববার বিকেলে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সচিবদের বৈঠক হয়। এ বৈঠকে মেট্রোরেল চলাচলের বিষয়টি তুললে ধরেন সড়ক পরিবহন মন্ত্রণালয়ের সচিব এ বি এম আমিন উল্লাহ নুরী। এ সময় দ্রুত তা চালুর নির্দেশনা দেন প্রধান উপদেষ্টা। পরে আগামী শনিবার যাত্রী নিয়ে মেট্রোরেল চলাচলের সিদ্ধান্ত নেয় মেট্রোরেল নির্মাণ ও পরিচালনার দায়িত্বে থাকা ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।

১৫ আগস্ট থেকে চলবে ট্রেন