ভ্যাট বন্ধু নিউজ প্রতিবেদক
১ ফেব্রুয়ারি, ২০২৫ | ৩:১৭ পিএম
অনলাইন সংস্করণ
১৬ দিন পর কার্গো বোটটি ছেড়ে দিল আরাকান আর্মি
১ ফেব্রুয়ারি, ২০২৫ | ৩:১৭ পিএম
![১৬ দিন পর কার্গো বোটটি ছেড়ে দিল আরাকান আর্মি](https://i.vatbondhu.com/images/original-webp/2025/02/01/20250201151732_original_webp.webp)
ছবি: সংগ্রহ
মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির হেফাজত থেকে ১৬ দিন পর মুক্তি পেয়েছে একটি পণ্যবাহী কার্গো বোট। শনিবার বেলা পৌনে ১টায় পণ্যবাহী বোটটি কক্সবাজারের টেকনাফ স্থলবন্দর ঘাটে পৌঁছায়। এর আগে, ২০ জানুয়ারি দুটি কার্গো বোটও আরাকান আর্মির হেফাজত থেকে মুক্তি পেয়ে ইয়াংগুন ফিরে গিয়েছিল।
টেকনাফ স্থলবন্দর ইউনাইটেড ল্যান্ড পোর্টের ম্যানেজার সৈয়দ মোহাম্মদ আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, "এর আগে মুক্ত হওয়া দুটি কার্গো বোট মালামাল খালাস করে ইয়াংগুন ফিরে গেছে। এখন ১৬ দিন পর আটক পণ্যবাহী বোটটিও মুক্তি পেয়েছে এবং বর্তমানে বোটটি ঘাটে নৌঙরে রয়েছে। পরবর্তীতে কার্যক্রম শেষে মালামাল খালাস করা হবে।"
এই ঘটনাটি ঘটে ১৬ জানুয়ারি, যখন ইয়াংগুন থেকে কক্সবাজারের টেকনাফ স্থলবন্দরে আসার পথে নাফ নদের মোহনায় মিয়ানমারের আরাকান আর্মি তিনটি পণ্যবাহী কার্গো বোট আটক করে। এসব বোটে ছিল ৫০ হাজার বস্তা শুটকি, সুপারী, কপি এবং অন্যান্য পণ্য। এর মধ্যে গত ২০ জানুয়ারি দুটি বোট মুক্তি পায়, যার মধ্যে ২৭ হাজার ৭২২ বস্তা মালামাল ছিল।
টেকনাফ স্থলবন্দর সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও ব্যবসায়ী এহতেশামুল হক বাহাদুর জানান, "১৬ দিন পর আটকে থাকা বোটটি মুক্তি পেয়েছে, ফলে ব্যবসায়ীদের মাঝে স্বস্তি ফিরে এসেছে। তবে, এখনও ইয়াংগুন থেকে নতুন কোনো পণ্যবাহী বোট আসেনি।"
বন্দর সংশ্লিষ্ট ব্যবসায়ীরা জানান, ১৬ জানুয়ারির পর কিছু বোট রওনা হলেও ২০ জানুয়ারি থেকে আটকে পড়া বোটগুলোর কারণে বন্দর কার্যক্রমে অস্থিরতা সৃষ্টি হয়েছিল। এই মুক্তির ফলে ব্যবসায়ীরা আশা করছেন যে, বন্দর কার্যক্রম দ্রুত স্বাভাবিক হবে।
আমদানিকারক মোহাম্মদ উল্লাহ বলেন, “আরাকান আর্মির হেফাজত থেকে ১৬ দিন পর বোটটি ফিরে আসায় আমাদের ১৬০০ বস্তা শুটকি দেশে পৌঁছেছে। এতে ব্যবসায়ীরা বেশ স্বস্তি বোধ করছেন।”
এদিকে, টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান উদ্দিন বলেন, “এখন আরেকটি পণ্যবাহী কার্গো বোট ঘাটে পৌঁছেছে, যা আরাকান আর্মির হেফাজত থেকে মুক্তি পেয়েছে।”
এই ঘটনাটি টেকনাফ স্থলবন্দর এবং সেখানকার ব্যবসায়ীদের জন্য একটি বড় স্বস্তির মুহূর্ত, তবে পরিস্থিতি এখনও পুরোপুরি স্থিতিশীল হয়নি, বিশেষ করে ইয়াংগুন থেকে নতুন বোটের আগমনে।
![১৬ দিন পর কার্গো বোটটি ছেড়ে দিল আরাকান আর্মি](https://i.vatbondhu.com/images/original/2024/04/22/20240422145104_original.png)