ভ্যাট বন্ধু নিউজ প্রতিবেদক
২৩ নভেম্বর, ২০২৪ | ৯:৩০ পিএম
অনলাইন সংস্করণ
এ সম্পর্কিত আরো খবর
১৬ বছরের কম বয়সীদের সামাজিক মাধ্যম ব্যবহার নিষিদ্ধে অস্ট্রেলিয়ার বিল
২৩ নভেম্বর, ২০২৪ | ৯:৩০ পিএম
![১৬ বছরের কম বয়সীদের সামাজিক মাধ্যম ব্যবহার নিষিদ্ধে অস্ট্রেলিয়ার বিল](https://i.vatbondhu.com/images/original-webp/2024/11/23/20241123152721_original_webp.webp)
ছবি: সংগ্রহ
১৬ বছরের কম বয়সীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার নিষিদ্ধ করতে বৃহস্পতিবার পার্লামেন্টে একটি বিল উত্থাপন করেছে অস্ট্রেলিয়া সরকার। এতে পদ্ধতিগত ব্যর্থতার কারণে সামাজিক মাধ্যমগুলোকে ৪ কোটি ৯৫ লাখ অস্ট্রেলিয়ান ডলার (৩ কোটি ২০ লাখ ডলার) পর্যন্ত জরিমানার প্রস্তাব করা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রের তথ্যানুযায়ী, অস্ট্রেলিয়া সোশ্যাল মিডিয়ার জন্য একটি বয়স যাচাই পদ্ধতি পরীক্ষা করার পরিকল্পনা করছে। এতে ব্যবহার করা হতে পারে বায়োমেট্রিক পদ্ধতি বা সরকারি পরিচয়পত্র, যা হবে এখন পর্যন্ত যেকোনো দেশে সামাজিক মাধ্যমে আরোপ করা কঠোর নিয়ন্ত্রণের মধ্যে একটি। প্রস্তাবিত নিয়মে সামাজিক মাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞার ক্ষেত্রে বিশ্বে সর্বোচ্চ বয়সসীমা নির্ধারণ করা হয়েছে। যেখানে মা-বাবার সম্মতি বা বিদ্যমান অ্যাকাউন্টগুলোর জন্য ব্যতিক্রম অনুমতির সুযোগ রাখা হয়নি।
প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজ বলেন, ‘এটি একটি যুগান্তকারী সংস্কার। আমরা জানি, কিছু শিশু-কিশোর নিয়মের লঙ্ঘন করতে পারে। তবে আমরা সোশ্যাল মিডিয়া কোম্পানিগুলোকে দায়িত্ব নিতে ও তাদের অনুশীলন উন্নত করতে বলছি।’
বিরোধী দল লিবারেল পার্টি বিলটি সমর্থন করার পরিকল্পনা করছে। এদিকে স্বতন্ত্র ও গ্রিন পার্টি প্রস্তাবিত বিলটি সম্পর্কে আরো বিস্তারিত তথ্যের দাবি করেছে। এ বিল পাস হলে মেটার ইনস্টাগ্রাম ও ফেসবুক, বাইটড্যান্সের টিকটক, ইলোন মাস্কের এক্স ও স্ন্যাপচ্যাটের মতো সামাজিক মাধ্যমগুলো প্রভাবিত হবে।
অ্যান্থনি অ্যালবানিজ বলেন, ‘তবে শিশুরা মেসেজিং, অনলাইন গেমিং এবং স্বাস্থ্য ও শিক্ষা সম্পর্কিত পরিষেবাগুলো, যেমন যুবকদের মানসিক স্বাস্থ্য সহায়তা প্লাটফর্ম হেডস্পেস, অ্যালফাবেটের গুগল ক্লাসরুম ও ইউটিউবের অ্যাকসেস পাবে।’
অ্যালবানিজ নেতৃত্বাধীন লেবার সরকার এ বিষয়ে যুক্তি দেখিয়েছে, অত্যধিক সামাজিক মাধ্যমের ব্যবহার শিশুদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের ক্ষতি করতে পারে। বিশেষত শিশুদের ছবি অসৎ উদ্দেশ্যে ব্যবহার করা হতে পারে।
বেশ কয়েকটি দেশ এরই মধ্যে আইনের মাধ্যমে শিশুদের সামাজিক যোগাযোগমাধ্যমের ব্যবহার কমানোর অঙ্গীকার করেছে। তবে অস্ট্রেলিয়ার নীতিটি সবচেয়ে কঠোর। ফ্রান্স গত বছর ১৫ বছরের কম বয়সীদের জন্য সামাজিক মাধ্যম নিষিদ্ধ করার প্রস্তাব করেছিল। তবে ব্যবহারকারীরা অভিভাবকদের সম্মতিতে নিষেধাজ্ঞা এড়াতে সক্ষম। যুক্তরাষ্ট্র বেশ কয়েক বছর ধরে প্রযুক্তি কোম্পানিগুলোকে ১৩ বছরের কম বয়সীদের জন্য মা-বাবার সম্মতি নেয়ার বাধ্যবাধকতা দিয়ে আসছে।
এর আগে চলতি মাসের শুরুতে ১৬ বছরের নিচে শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে নিষেধাজ্ঞা আরোপ করতে নতুন আইন প্রণয়নের ঘোষণা দেয় অস্ট্রেলিয়া। পদক্ষেপটি শিশুদের সাইবারবুলিং, মানসিক স্বাস্থ্যসংক্রান্ত সমস্যা ও অনুপযুক্ত কনটেন্ট থেকে রক্ষা করতে নেয়া হচ্ছে বলে জানায় দেশটির সরকার। ওই সময় প্রধানমন্ত্রী উল্লেখ করেন, নতুন আইনের আওতায় ব্যবহারকারীদের কোনো শাস্তি দেয়া হবে না।
এদিকে অধিকাংশ বিশেষজ্ঞই মত দিয়েছেন সোশ্যাল মিডিয়া শিশু-কিশোরদের মানসিক স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। তবে সম্পূর্ণভাবে সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ করাই যে সবচেয়ে ভালো সমাধান, এ বিষয়ে অনেকেই একমত নন। তাদের মতে, এটি সমস্যার সমাধানে সঠিক উপায় নয়।
![১৬ বছরের কম বয়সীদের সামাজিক মাধ্যম ব্যবহার নিষিদ্ধে অস্ট্রেলিয়ার বিল](https://i.vatbondhu.com/images/original/2024/04/22/20240422145104_original.png)