ঢাকা বুধবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৫ - ১০:০০:৪৯ পিএম

২০টি পারমাণবিক চুল্লির চাহিদা মেটাবে বাঁকানো সৌর প্যানেল

৪ ডিসেম্বর, ২০২৪ | ৬:৪১ এএম

২০টি পারমাণবিক চুল্লির চাহিদা মেটাবে বাঁকানো সৌর প্যানেল

তথাকথিত এক ‘অলৌকিক উপাদান’ থেকে তৈরি পাতলা ও বাঁকানো যায় এমন বিভিন্ন সৌরপ্যানেল ২০টি পারমাণবিক চুল্লির সমান বিদ্যুৎ তৈরি করতে পারবে, এমনই উঠে এসেছে জাপান সরকারের প্রকাশ করা পরিকল্পনায়।

 

জাপানের শিল্প মন্ত্রণালয় প্রকাশিত খসরা পরিকল্পনা অনুসারে, পরবর্তী প্রজন্মের এইসব সৌর প্যানেল তৈরি হয়েছে ‘পেরোভস্কাইট’ নামের উপাদান দিয়ে, যা ২০৪০ সাল নাগাদ ২০ গিগাওয়াট পর্যন্ত বিদ্যুৎ উৎপাদনের সম্ভাবনা দেখাচ্ছে।

 

তাত্ত্বিকভাবে, পেরোভস্কাইটের একেক কোষের কার্যকারিতা ৪৩ শতাংশ, যেখানে একটি আদর্শ সিলিকন কোষের কার্যকারিতা ২৯ শতাংশ। এমনকি নবায়নযোগ্য শক্তিতে দ্রুত রূপান্তরের সম্ভাবনাও দেখাচ্ছে নতুন এ উপাদান দিয়ে তৈরি সৌর প্যানেলগুলো।

 

জাপানের বিদ্যুৎ ব্যবস্থায় গুরুত্বপূর্ণ অংশ হিসেবে দেখা হয় সৌর শক্তিকে, যেখানে উদ্দীপক হিসেবে কাজ করেছে ২০১১ সালে বিধ্বংসী ভূমিকম্প ও সুনামির পর ফুকুশিমায় ঘটে যাওয়া পারমাণবিক দুর্ঘটনাটি।

 

কোনো পাহাড়ি ভূখণ্ডে তুলনামূলক উচ্চ ঘনত্বের জনসংখ্যা থাকার মানে দাঁড়ায়, সেইসব এলাকায় প্রচলিত সিলিকনভিত্তিক সৌর কোষের চাহিদা এর শেষ সীমার কাছাকাছি গিয়ে পৌঁছেছে।

 

পেরোভস্কাইট সৌর কোষের নমনীয়তা ও স্থিতিস্থাপকতার কারণে গাড়ির ছাদ থেকে বিভিন্ন বাঁকানো আকাশচুম্বি দালান, সবকিছুতেই এটি ব্যবহার করা যেতে পারে।

 

সাম্প্রতিক বছরগুলোয় এ প্রযুক্তি গবেষণায় বড় পরিসরে অগ্রগতি দেখা গেছে, যেখানে বিভিন্ন স্টার্টআপ কোম্পানি এরইমধ্যে বাণিজ্যিকভাবে এগুলো বিক্রি শুরু করেছে।

 

সুইডেনভিত্তিক স্টার্টআপ ‘এক্সেজার’ এরইমধ্যে বেশ কিছু বাজারজাত পণ্যে এমন বাঁকানো সৌর কোষ বসিয়েছে, যার মধ্যে রয়েছে হেডফোন এমনকি কিবোর্ড’ও।

২০টি পারমাণবিক চুল্লির চাহিদা মেটাবে বাঁকানো সৌর প্যানেল