ঢাকা বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৫ - ১০:৩৭:৩৪ এএম

২০২৪ সালের ডিসি সম্মেলনের বেশিরভাগ সিদ্ধান্ত বাস্তবায়ন হয়নি

১৩ ফেব্রুয়ারি, ২০২৫ | ১২:৫৯ পিএম

২০২৪ সালের ডিসি সম্মেলনের বেশিরভাগ সিদ্ধান্ত বাস্তবায়ন হয়নি

ছবি: সংগ্রহ

২০২৪ সালের জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনে নেওয়া সিদ্ধান্তের বেশিরভাগই এখনও বাস্তবায়ন হয়নি। বিশেষ করে, আওয়ামী লীগ সরকারের সঙ্গে বর্তমান অন্তর্বর্তী সরকারের ‘দর্শনগত পার্থক্য’ থাকায় ডিসি সম্মেলনের সিদ্ধান্ত বাস্তবায়নের হার উল্লেখযোগ্যভাবে কমে গেছে।

 

 

মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশীদ তাঁর প্রতিবেদনে বলেছেন, গত বছরের ডিসি সম্মেলনে গৃহীত সিদ্ধান্তগুলোর বাস্তবায়নে অগ্রগতি কম হয়েছে। তিনি উল্লেখ করেন, জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান-পরবর্তী অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠার পর আগের সরকারের দর্শন অনুযায়ী কিছু প্রস্তাব বাস্তবায়ন করা হয়নি, যার কারণে ডিসি সম্মেলনের সিদ্ধান্ত বাস্তবায়নের হার কমে গেছে।

 

২০২৪ সালের ডিসি সম্মেলনে ১,২৪৫টি প্রস্তাব জমা পড়েছিল, যার মধ্যে ৩৫৩টি প্রস্তাব সম্মেলনে আলোচনার জন্য অন্তর্ভুক্ত করা হয়। তবে, আগের ডিসি সম্মেলনে উপস্থাপিত কিছু প্রস্তাব ও মন্ত্রণালয় বা বিভাগের দ্বিমত থাকার কারণে সেগুলো কার্যপত্রে রাখা হয়নি। এবারের সম্মেলনে ৩৪টি কার্য-অধিবেশন হবে এবং সম্মেলনের উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

 

 

গত বছরের ডিসি সম্মেলনে মোট ৩৮১টি সিদ্ধান্ত গৃহীত হয়েছিল, যার মধ্যে ১১৯টি স্বল্পমেয়াদি, ১৯২টি মধ্যমেয়াদি এবং ৭০টি দীর্ঘমেয়াদী সিদ্ধান্ত ছিল। এসব সিদ্ধান্তের মধ্যে স্বল্পমেয়াদি ৬৪%, মধ্যমেয়াদি ৪০% এবং দীর্ঘমেয়াদি ৩৬% বাস্তবায়ন হয়েছে। কিন্তু ২০২৪ সালের ডিসি সম্মেলনে শুধুমাত্র ৪৬% সিদ্ধান্ত বাস্তবায়িত হয়েছে, যা ২০২৩ সালের ৭৬%, ২০২২ সালের ৮৬%, ২০১৯ সালের ৮৮% এবং ২০১৮ সালের ৯৩% বাস্তবায়নের তুলনায় অনেক কম।

 


২০২৪ সালের ডিসি সম্মেলনের বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এখনও বাস্তবায়ন হয়নি। এসব সিদ্ধান্তের মধ্যে রয়েছে সরকারি হাটবাজার ইজারা আয় বণ্টন নীতিমালা সংশোধন ইউনিয়ন পরিষদের উন্নয়নের জন্য ইজারালব্ধ আয় ৫% থেকে বাড়িয়ে ১৫% করার প্রস্তাব, যা এখনও বাস্তবায়িত হয়নি। কওমি মাদ্রাসাগুলো নিবন্ধনের আওতায় আনা: কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ থেকে নীতিমালা প্রণয়নের উদ্যোগ নেওয়া হলেও, কওমি মাদ্রাসা বোর্ডগুলোর সহযোগিতা না পাওয়ায় এটি সম্ভব হয়নি।

 


মুজিবনগর স্মৃতি কমপ্লেক্স সংস্কার ঐতিহাসিক স্থাপনা ও ভাস্কর্যগুলো দ্রুত সংস্কারের সিদ্ধান্ত, যা এখনও বাস্তবায়ন হয়নি। বিদ্যুৎ বিলের হার অনুযায়ী মৎস্য খামার ও হ্যাচারির বিদ্যুৎ বিল নির্ধারণ বাস্তবায়ন হয়নি। বজ্রপাত নিরোধক ছাউনি স্থাপনের কর্মসূচি বাস্তবায়নে কোনো উদ্যোগ নেওয়া হয়নি। 

 


মন্ত্রিপরিষদ বিভাগের কর্মকর্তারা জানান, সরকার পরিবর্তনের পর জনপ্রশাসনে চরম অস্থিরতা দেখা দিয়েছে, যার কারণে ডিসি সম্মেলনের সিদ্ধান্ত বাস্তবায়ন প্রক্রিয়া বাধাগ্রস্ত হয়েছে। জেলা প্রশাসকদের বদলি এবং কিছু জেলায় দীর্ঘ সময় ধরে ডিসি না থাকার বিষয়েও বাস্তবায়ন প্রক্রিয়ায় সমস্যা সৃষ্টি করেছে।

 

 

এছাড়া, আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর কার্যক্রমে অকার্যকরতা এবং রাজনৈতিক পরিবেশের পরিবর্তনও ডিসি সম্মেলনের সিদ্ধান্ত বাস্তবায়নে নেতিবাচক প্রভাব ফেলেছে।

 

 

এ ব্যাপারে মন্ত্রিপরিষদ বিভাগের একজন কর্মকর্তা বলেন, ডিসি সম্মেলনের সিদ্ধান্তগুলো সাধারণত জনগণের সেবা উন্নত করা, স্থানীয় সম্ভাবনা কাজে লাগানো ও সমস্যা সমাধানের উদ্দেশ্যে নেওয়া হয়। এসব সিদ্ধান্ত বাস্তবায়ন না হলে জনসেবা বা সামগ্রিক উন্নয়ন অগ্রগতি বাধাগ্রস্ত হয়।

২০২৪ সালের ডিসি সম্মেলনের বেশিরভাগ সিদ্ধান্ত বাস্তবায়ন হয়নি