ঢাকা বুধবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৫ - ৭:১৩:৪০ পিএম

ভ্যাট বন্ধু নিউজ প্রতিবেদক

১৮ জানুয়ারি, ২০২৫ | ১১:৪০ এএম

অনলাইন সংস্করণ

২০২৫-২৬ অর্থবছরের বাজেটের আকার হতে পারে ৮ লাখ কোটি টাকা

১৮ জানুয়ারি, ২০২৫ | ১১:৪০ এএম

২০২৫-২৬ অর্থবছরের বাজেটের আকার হতে পারে ৮ লাখ কোটি টাকা

ছবি: সংগ্রহ

আগামী ২০২৫-২৬ অর্থবছরের বাজেটের আকার ৮ লাখ কোটি টাকার মতো হতে পারে বলে জানিয়েছেন শ্বেতপত্র কমিটির সদস্য ও বিশ্বব্যাংকের সাবেক প্রধান অর্থনীতিবিদ জাহিদ হোসেন। তিনি আরও জানান, রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা হতে পারে ৫ লাখ ৪২ হাজার কোটি টাকা এবং ঘাটতি হতে পারে সর্বোচ্চ ২ লাখ ৫০ হাজার কোটি টাকা।

 

 

শনিবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শ্বেতপত্র প্রণয়ন কমিটি-২০২৪ আয়োজিত "অর্থনৈতিক ব্যবস্থাপনা, সংস্কার ও জাতীয় বাজেট" শীর্ষক সিম্পোজিয়ামে এসব তথ্য জানান তিনি।

 

 

এছাড়া, জাহিদ হোসেন উল্লেখ করেন যে, চলতি অর্থবছরের শেষে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ৪ শতাংশ হতে পারে। তিনি বলেন, ৫ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করতে আরও দুই বছর সময় লাগতে পারে।

 

 

তিনি আরও বলেন, "সরকারি হিসেবে ২০১৪ সাল থেকে প্রবৃদ্ধি বাড়ানোর কথা বলা হলেও বাস্তব চিত্র ভিন্ন। এই অর্থবছর থেকে ধারাবাহিকভাবে প্রবৃদ্ধি কমেছে। মূল্যস্ফীতির বিরুদ্ধে কার্যকরী পদক্ষেপ নেওয়ার পরিবর্তে পরিস্থিতি আরও খারাপ হয়েছে।"

 

 

অর্থনীতিবিদ জাহিদ হোসেন বলেন, ২০২২ সাল থেকে প্রতি মাসে প্রায় ১০০ কোটি ডলার রিজার্ভ কমেছে এবং ব্যাংক খাতে গত বছরের সেপ্টেম্বর শেষে ঋণের পরিমাণ ৭ লাখ ৫৫ হাজার কোটি টাকার মতো দাঁড়িয়েছে। জুন শেষে এটি ছিল ৬ লাখ ৭৫ হাজার কোটি টাকা।

 

 

এদিকে, তিনি আরও জানান, গত দশ বছরে সরকার যে ৭ শতাংশ প্রবৃদ্ধির কথা বলেছিল, তার বাস্তব চিত্র ছিল ৪ দশমিক ২ শতাংশ।

২০২৫-২৬ অর্থবছরের বাজেটের আকার হতে পারে ৮ লাখ কোটি টাকা