ভ্যাট বন্ধু নিউজ প্রতিবেদক
১৮ ডিসেম্বর, ২০২৪ | ১১:৩৪ এএম
অনলাইন সংস্করণ
২১ দিন পর চাতলাপুর শুল্ক স্টেশন দিয়ে আমদানি-রপ্তানি শুরু
১৮ ডিসেম্বর, ২০২৪ | ১১:৩৪ এএম
![২১ দিন পর চাতলাপুর শুল্ক স্টেশন দিয়ে আমদানি-রপ্তানি শুরু](https://i.vatbondhu.com/images/original-webp/2024/12/18/20241218113412_original_webp.webp)
ছবি: সংগ্রহ
ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তারের প্রতিবাদে ভারতীয় ইসকন কর্মীদের বিক্ষোভের কারণে গত ২৭ নভেম্বর থেকে বন্ধ থাকা মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার চাতলাপুর স্থল শুল্ক স্টেশন দিয়ে ২১ দিন পর আমদানি-রপ্তানি কার্যক্রম পুনরায় শুরু হয়েছে।
মঙ্গলবার (১৭ ডিসেম্বর) দুপুরে চাতলাপুর শুল্ক স্টেশন থেকে ভারতের ত্রিপুরা রাজ্যে রপ্তানি কার্যক্রম শুরু হয়। চাতলাপুর স্থল শুল্ক স্টেশনের পরিদর্শক হাবিবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
জানা গেছে, ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তারের পর ভারতীয় বিক্ষোভকারীরা চাতলাপুর শুল্ক স্টেশন দিয়ে ৬ ট্রাক বাংলাদেশি মাছ রপ্তানি করতে না দেওয়ার প্রতিবাদে ত্রিপুরার মনু শুল্ক স্টেশন এলাকায় অবস্থান নেন। এরপর, গত ৩ ডিসেম্বর বিক্ষোভকারীরা সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করলেও বিএসএফ ও পুলিশের বাধায় তা সম্ভব হয়নি।
এ পরিস্থিতিতে বাংলাদেশী ব্যবসায়ীরা ভারতীয় ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা চালিয়ে যান এবং অবশেষে ২১ দিন পর মঙ্গলবার দুপুরে চাতলাপুর স্থল শুল্ক স্টেশন দিয়ে ৯টি ট্রাকে ৬৭ মেট্রিক টন মাছ রপ্তানি করা হয়। এছাড়া সুমন খান নামে এক ব্যবসায়ী আরও ৩ মেট্রিক টন মাছ রপ্তানি করেছেন।
চাতলাপুর স্থল শুল্ক স্টেশনের আমদানি-রপ্তানিকারক জসিম উদ্দিন বলেন, “টানা ২১ দিন রপ্তানি বন্ধ ছিল। তবে ব্যবসায়ীদের আলোচনা ও সমন্বয়ের পর মঙ্গলবার থেকে পুনরায় রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে।”
এদিকে, চাতলাপুর শুল্ক স্টেশনের পরিদর্শক হাবিবুর রহমান জানিয়েছেন, ভারতীয় এলাকায় বিক্ষোভকারীদের কারণে গত ২৭ নভেম্বর থেকে বাংলাদেশি মাছ ত্রিপুরায় রপ্তানি করা সম্ভব হয়নি। তবে দুই দেশের ব্যবসায়ীদের সমন্বয়ে মঙ্গলবার থেকে আবার
![২১ দিন পর চাতলাপুর শুল্ক স্টেশন দিয়ে আমদানি-রপ্তানি শুরু](https://i.vatbondhu.com/images/original/2024/04/22/20240422145104_original.png)