ঢাকা বুধবার, ২ জুলাই, ২০২৫ - ৩:৩১:২৮ এএম

ভ্যাট বন্ধু নিউজ প্রতিবেদক

১৮ ফেব্রুয়ারি, ২০২৫ | ৩:১৩ পিএম

অনলাইন সংস্করণ

২১ ফেব্রুয়ারি থেকে মেট্রোরেল সেবা বন্ধের হুমকি

১৮ ফেব্রুয়ারি, ২০২৫ | ৩:১৩ পিএম

২১ ফেব্রুয়ারি থেকে মেট্রোরেল সেবা বন্ধের হুমকি

ছবি: সংগ্রহ

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)-এর স্থায়ী কর্মীরা আগামী ২০ ফেব্রুয়ারি পর্যন্ত চাকরিবিধি চূড়ান্ত না হলে ২১ ফেব্রুয়ারি থেকে মেট্রোরেল সেবা বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন। সোমবার (১৭ ফেব্রুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে তারা এ ঘোষণা দেন এবং জানান, যদি তাদের দাবির প্রতি গুরুত্ব না দেওয়া হয়, তাহলে ঢাকা শহরের মেট্রোরেল সেবা বন্ধ হয়ে যাবে।

 

 

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, মেট্রোরেলের কর্মীরা এরই মধ্যে স্বয়ংসম্পূর্ণ চাকরি বিধিমালা প্রণয়নের জন্য বহুবার দাবি জানিয়েছেন। গত ১২ সেপ্টেম্বর সড়ক পরিবহন উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান চাকরি বিধিমালা প্রণয়নের জন্য নির্দেশনা দেন। এরপর ডিএমটিসিএল কর্তৃপক্ষ ৬০ দিনের মধ্যে বিধিমালা প্রণয়নের পরিকল্পনা করলেও, পাঁচ মাস পার হয়ে গেলেও তা বাস্তবায়িত হয়নি। এর ফলে ডিএমটিসিএলে ২০০ জনেরও বেশি দেশি-বিদেশি প্রশিক্ষণপ্রাপ্ত দক্ষ কর্মী চাকরি থেকে ইস্তফা দিয়েছেন। এতে মেট্রোরেল পরিচালনা ও রক্ষণাবেক্ষণের উপর প্রভাব পড়ার শঙ্কা সৃষ্টি হয়েছে।

 

 

ডিএমটিসিএলের কর্মীরা আরও জানান, গত ১৩ ফেব্রুয়ারি চাকরি বিধিমালার জন্য আবারও জোর দাবি জানানো হয় এবং সোমবার পর্যন্ত খসড়া বিধিমালা নিয়ে আলোচনা করা হয়েছে। কর্তৃপক্ষ আশ্বাস দিয়েছে যে, তারা দ্রুত বিষয়টি চূড়ান্ত করে বিধিমালা প্রণয়ন করবেন।

 

 

ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুর রউফ জানিয়েছেন, বিষয়টি নিয়ে কাজ চলছে এবং খুব শীঘ্রই এটি সমাধান হবে। তিনি বলেন, "চাকরি বিধিমালার প্রক্রিয়া শুরু হয়েছে এবং এটি চূড়ান্ত হওয়ার পথে রয়েছে।"

 

 

কর্মীদের দাবি পূরণ না হলে, আগামী ২১ ফেব্রুয়ারি থেকে মেট্রোরেল সেবা বন্ধ হতে পারে, যা ঢাকাবাসীকে ব্যাপক দুর্ভোগে ফেলবে।

২১ ফেব্রুয়ারি থেকে মেট্রোরেল সেবা বন্ধের হুমকি